Home / সারাদেশ / কুমিল্লায় নৌ-বাহিনীর সৈনিকের লাশ উদ্ধার
lash..

কুমিল্লায় নৌ-বাহিনীর সৈনিকের লাশ উদ্ধার

কুমিল্লায় মেহরাব হোসেন নামে নৌ-বাহিনীর এক সৈনিকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে জেলার বুড়িচং উপজেলার ভাংতি এলাকায় গোমতী নদীর তীর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত মেহরাব ওই গ্রামের সফিকুল ইসলামের ছেলে। এদিকে হত্যাকান্ডের পর স্থানীয় এলাকার লোকজন সেখানে ভীড় জমায়। এসময় স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মেহরাব হোসেন (২৩) খুলনায় নৌ-বাহিনীতে সৈনিক পদে কর্মরত ছিলেন। খুলনা থেকে চট্টগ্রামে বদলী হওয়ায় স্বজনদের দেখতে একদিনের ছুটিতে বুধবার রাতে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। কিন্তু তিনি আর বাড়ি পৌছাননি। বৃহস্পতিবার ভোরে বাড়ির অদূরে গোমতি নদীর তীরে মেহরাবের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মেহরাবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এদিকে নিহতের লাশ উদ্ধার হওয়ার পর ঘটনার রহস্য উদঘাটন এবং ঘাতকদের গ্রেফতারে তৎপর হয়ে ওঠে আইনশৃংখলাবাহিনী। জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ছাড়াও সিআইডি, পিবিআইসহ বিভিন্ন সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, কি কারণে বা কারা তাকে হত্যা করেছে তা তদন্তের আগে বলা যাবে না। শিগগিরই হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং ঘাতকদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। (নয়াদিগন্ত)

বার্তা কক্ষ
২১ ফেব্রুয়ারি,২০১৯