কুমিল্লায় পুলিশের মহাপরিদর্শক ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে কোথাও কোন ধরনের অরাজগতা বরদাশত করা হবে না। নির্বাচনকে ঘিরে পুলিশের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠু একটি নির্বাচন যেন যথাযথ সম্পন্ন হয় এ জন্য পুলিশ সুপার মহোদয়কে তাদের করনীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেয়া হয়েছে।’
শুক্রবার(৮ মার্চ) বিকেলে কুমিল্লা পুলিশ লাইন্সে নবনির্মিত শহীদ মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক ও কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে কুমিল্লায় জেলা পুলিশ আয়োজিত বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল
৮ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur