Home / জাতীয় / রাজনীতি / প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন কুমিল্লা বিভাগ হবে : এমপি বাহার
Akm baharuddin

প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন কুমিল্লা বিভাগ হবে : এমপি বাহার

কুমিল্লা বিভাগের সব কিছুই কুমিল্লায় রয়েছে। নজরুল জয়ন্তীতে কুমিল্লায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন কুমিল্লা বিভাগ হবে। কুমিল্লা বিভাগের কথা প্রধানমন্ত্রী বলার পরই অন্যান্য জেলার লোকজন বিভাগ নিয়ে মাতা মাতি শুরু করছে।

ফয়জুন্নেছাসহ অসংখ্য কৃতি সন্তানের বাড়ি কুমিল্লায় কুমিল্লা বিভাগ আমরা অনেক আগেই পেতাম, কিন্তু পাচ্ছিনা অমিলের কারনে। না হয় আমরা অনেক আগেই কুমিল্লা নামে বিভাগ পেতাম।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি ডিগ্রী কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জম্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি কুমিল্লা-৬(সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এসব কথা বলেন।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েলসহ আরো অনেকে।

বার্তা কক্ষ
১৯ মার্চ,২০১৯