Home / চাঁদপুর / চাঁদপুরে কুমিল্লা বোর্ড আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
college-sports

চাঁদপুরে কুমিল্লা বোর্ড আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ময়নামতি অঞ্চলের আন্ত: কলেজ ক্রীড়া প্রতিযোগিতা সোমবার (৩ ডিসেম্বর) চাঁদপুর স্টেডিয়াম মাঠে দিনব্যাপি আয়োজনে অনুষ্ঠিত হয়।

চাঁদপুর সরকারি কলেজের আয়োজনে সকালে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম।

বিকেলে পুরষ্কার বিতরণ পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান মো.রুহুল আমিন ভূঁইয়া। তিনি বলেন,‘খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। শিক্ষার্থীগণ তোমরা পড়ালেখার পাশিপাশি খেলাধুলাকেও সমানভাবে গুরুত্ব দিবে বলে আমি মনে করি।’

চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ ড.এ এস এম দেলওয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অসিত বরণ দাস, প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।

প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক মো.সাইদুজ্জামানের পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলা বিভগীয় প্রধান মো.আজিম উদ্দিন,চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো.ওয়াহিদুজ্জামান, অধ্যাপক দেলোয়ার হোসেন, প্রভাষক মো.আরিফ উল্লাহ,সেলিনা পারভীন,সহযোগী অধ্যাপক জালাল উদ্দিন,বেদারুল আলম,শরীর চর্চা শিক্ষক স্বপন কুমার সাহা।

ময়নামিত অঞ্চলের ৩৫ টি কলেজের শিক্ষার্থীরা ২৩ টি ইভেন্টে অংশ নেয়। পুরুষ বিভাগে শশীদল আলহাজ্ব মো.আবু তাহের কলেজ চ্যাম্পিয়ন ও সিকাইল সরকারি কলেজ রানারার্স আপ হয়। মহিলা বিভাগে শশীদল আলহাজ্ব মো.আবু তাহের কলেজ চ্যাম্পিয়ন ও লাউর ফতেপুর কলেচ রানারার্স আপ হয়।

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর , ২০১৮ সোমবার

Leave a Reply