সারাদেশ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় তিন পথচারী নিহত

কুমিল্লার চান্দিনায় কাভার্ড ভ্যানচাপায় তিন পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানসহ চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ। আজ বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন কুটুম্বপুর এলাকায় এ দূর্ঘনা ঘটে।

নিহতরা হলেন চান্দিনা উপজেলা কুটুম্বপুর গ্রামের উত্তর পাড়া এলাকার মৃত কাজী আব্দুর মান্নান এর ছেলে কাজী রফিকুল ইসলাম (৬০), মৃত জিল্লুর রহমান এর ছেলে মহরম আলী (৭৫) ও মৃত হায়দার আলীর ছেলে আব্দুল মতিন (৬৫)।

আটক কাভার্ড ভ্যানচালক চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার চরকাগরিয়া গ্রামের আলী আকবরের ছেলে দুদু মিয়া (৫১)।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে চলাচলরত তিনজন পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু ঘটে তাদের। পরে হাইওয়ে পুলিশ কাভার্ড ভ্যানসহ চালককে আটক করেছে।

এ ঘটনায় বেপরোয়াগতিতে গাড়ি চালানোর অপরাধ ও পথচারী হত্যার ধারায় হাইওয়ের ইলিয়টগঞ্জ ফাঁড়ি পুলিশ বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করে।

প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল
২৭ ফেব্রুয়ারি,২০১৯

Share