হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ওমর ফারুক শাওন নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার গন্ধর্ব্যপুর (উ.) ইউপির হরিপুর বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে।
শাওন ওই বাড়ির কবির হোসেনের ছেলে। তারা ঢাকায় থাকেন। বিয়ে উপলক্ষে বৃহস্পতিবার সকালে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন শাওন। ঢাকার উত্তরার একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল তার।
হাজীগঞ্জ সার্কেলের এএসপি আফজাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সাবেক ইউপি সদস্য ও ওই বাড়ির বাসিন্দা ফয়েজ আহমেদ জানান, পাশের বাড়িতে বোনের ননদের বিয়ের দাওয়াত পেয়ে শাওন ঢাকা থেকে সকালে বাড়ি আসেন। বৃহস্পতিবার দুপুরের শেষে দিকে তিনি একাই বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান।
তখন পানিতে ডুব দিয়ে তিনি আর উঠেননি। পরে অনেক খোঁজাখুঁজি করে পানি থেকে উদ্ধরের পর হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাওনের বাবা কবির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, শাওন সাতার জানতেন না। সে কারণেই তিনি পানিতে ডুবে যান।
প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়, ৩০ আগস্ট ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur