চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জলবায়ু পরিবর্তন এর প্রভাব বিষয়ক অবিহতকরণ দিনব্যাপী কর্মশালা ২৯ অক্টোরব মঙ্গলবার সকালে চাঁদপুর সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো:মাজেদুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তী।
তিনি বলেন, ‘ স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদকে শক্তিশলী করার জন্য স্থানীয় সম্পদ, সরকারি বরাদ্দ এবং দক্ষতাকে কাজে লাগাতে হবে।জনগণের অংশগ্রহণে ওয়ার্ড সভা উম্মুক্ত বাজেট সভা ও ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটিসমূহকে কার্যকর করতে হবে। ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় বৃদ্ধি করতে হবে। তবেই ইউনিয়ন পরিষদের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাবে। জাতীয় সরকারের রূপকল্প-২০২১ ও ২০৪১ এর লক্ষ্যসমূহ অর্জনে কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হবে।
তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের সকলের কার্যকর ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান।
ইএএলজি প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর নূরউদ্দীন মামুনের পরিচালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক এ,এইচ,এম রাসেদ।
জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ ‘কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি)’ প্রকল্পের কারিগরি সহাযোগিতায় কর্মশালায় জেলার চাঁদপুর সদর, হাইমচরও মতলব উত্তর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সদস্য,সচিবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা দুই ব্যাচে ১শ’২৬ জন অংশ নেন।
প্রতিবেদক : আনোয়ারুল হক, ২৯ অক্টোবর ২০১৯