চাঁদপুর

চাঁদপুরে জলবায়ু পরিবর্তনে প্রভাব বিষয়ক অবিহতকরণ কর্মশালা

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জলবায়ু পরিবর্তন এর প্রভাব বিষয়ক অবিহতকরণ দিনব্যাপী কর্মশালা ২৯ অক্টোরব মঙ্গলবার সকালে চাঁদপুর সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো:মাজেদুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তী।

তিনি বলেন, ‘ স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদকে শক্তিশলী করার জন্য স্থানীয় সম্পদ, সরকারি বরাদ্দ এবং দক্ষতাকে কাজে লাগাতে হবে।জনগণের অংশগ্রহণে ওয়ার্ড সভা উম্মুক্ত বাজেট সভা ও ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটিসমূহকে কার্যকর করতে হবে। ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় বৃদ্ধি করতে হবে। তবেই ইউনিয়ন পরিষদের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাবে। জাতীয় সরকারের রূপকল্প-২০২১ ও ২০৪১ এর লক্ষ্যসমূহ অর্জনে কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হবে।

তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের সকলের কার্যকর ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান।

ইএএলজি প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর নূরউদ্দীন মামুনের পরিচালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক এ,এইচ,এম রাসেদ।
জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ ‘কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি)’ প্রকল্পের কারিগরি সহাযোগিতায় কর্মশালায় জেলার চাঁদপুর সদর, হাইমচরও মতলব উত্তর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সদস্য,সচিবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা দুই ব্যাচে ১শ’২৬ জন অংশ নেন।

প্রতিবেদক : আনোয়ারুল হক, ২৯ অক্টোবর ২০১৯

Share