মতলব দক্ষিণ

এমপি নুরুল আমিন রুহুলকে চির সবুজের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বহরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সাংসদ আলহাজ্ব নূরুল আমিন রুহুলকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শনিবার (২ মার্চ) স্থানীয় সংগঠন চির সবুজ সমবায় সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

৩ মার্চ এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে চির সবুজ এর চেয়ারম্যান এড. নূরে আলম সিদ্দিকী মুকুল বলেন, চির সবুজ সমবায় সমিতিটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৮ সালে বাংলাদেশ সরকারের সমবায় মন্ত্রণালয় থেকে নিবন্ধন লাভ করে। এ সমিতি বিগত সময়ে এলাকার গরীব দুঃস্থদের জন্য খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে পুস্তক সহায়িকা ও শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কার্যক্রম পরিচালনা করেছে।

চির সবুজের চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকারের সকল উন্নয়নমূলক কার্যক্রম সমবায় সমিতির মাধ্যমে খুব সহজেই মানুষের দোড় গোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব। আমরা উন্নয়নে সরকারের সহযোগী হতে চাই। আমরাও চাই দেশে উদ্যোক্তা তৈরি হোক। কিস্তি তোলার নামে ঋণের বেড়াজালে না জড়িয়ে বরং ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে স্বাবলম্বী হতে চেষ্টা করুক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এইচ এম. গিয়াস উদ্দিন, থানা নির্বাহী অফিসার শাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সমিতির অন্যান্য সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কাজী সালাউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক মোঃ মেহেদী হাসান, পরিচালক ইব্রাহীম খলিল, আল মামুন মৃধা, আব্দুর রহিম, সদস্যগণ হলেন নূর মোহাম্মদ, নাজিম উদ্দিন গাজী, নূরুল হক খান রকি, জহিরুল ইসলাম, কামরুল ইসলাম, রুহুল আমিন গাজী, আদম সফিউল্লাহ, ইউসুফ হাজরা, মুক্তার হোসেন, মোঃ মজিবুর রহমান, জায়েদুল ইসলাম, কাজী মানিক, বিপ্লবী মনিরুজ্জামান শিমুল, সুজন, তফসির আহমেদ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি
২ মার্চ, ২০১৯

Share