বিশ্বকাপ ক্রিকেট-২০১৯ এর সেমিফাইনালে বাংলাদেশ উঠতে না পারায় তথা বিশ্বকাপ থেকে টাইগাররা বাদ পড়ায়, গলায় ফাঁস দিয়ে সাকিব (১৪) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। সে চাঁদপুর মতলবের চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ ক্রিকেট দলের খুব ভক্ত ছিলো সাকিব। শুক্রবার রাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যচে বাংলাদেশ হেরে যায়। প্রিয় দলের এ পরাজয়কে মেনে নিতে পারেনি সাকিব। এছাড়া বাংলাদেশ সেমিফাইনাল খেলতে না পারার কষ্টও ছিলো তার।
এমন পরিস্থিতিতে নানার বাড়ির লাকড়ির ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সাকিব এমনটাই দাবি পরিবারের।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর থানার এসআই মো. নাহিদ হোসেন জানান, ‘সাকিবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে।
মি. নাহিদ জানান, পরিবারের সদস্যরা জানিয়েছেন বিশ্বকাপ ক্রিকেট থেকে বাংলাদেশ দল বাদ পড়ার শোক সইতে না পেরে আত্মহত্যা করেছে সাকিব।
প্রতিবেদক- শরীফুল ইসলাম
৭ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur