বিশেষ সংবাদ

যন্ত্রণায় কাতর শিশুটি কান্নার ভাষায় খুঁজছে বাবা-মাকে

ট্রেন দুর্ঘটানায় আহত এক শিশুকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সে জানে না তার বাবা-মা কেউ বেঁচে আছে কি না বা কোন বেঁচে থাকলেও কোন হাসপাতালে রয়েছেন। যান্ত্রণালয কাতর শিশুটির কান্না ছাড়া কোনো ভাষা নেই।

সে শুধু চিৎকার করছে আর তার পরিচতজনদের খুঁজছে। তবে এখনো (১২ নভেম্বর) ওই মেয়ে শিশুটির মা বাবা বা কোনো অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি।

এদকি সর্বশেষ খবরে ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ রেলস্টেশন এলাকায় দুটি আন্তনগর ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৬। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট ও রেলওয়ে থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অপরদিকে চাঁদপুর টাইমসের সর্বশেষ পাওয়া তথ্যে চাঁদপুর জেলা মোট ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এরা হলেন চাঁদপুর সদর উপজেলার বাগাদি গনি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ফারজানা ইসলাম, হাইমচর উপজেলার আবুল হাসেম মালের ছেলে জাহাঙ্গীর, হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও এলাকার মজিবুর রহমান ও তার স্ত্রী কুলচুমা বেগম।

ছবিও প্রতিবেদন : জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা করেসপন্ডেন্ট

Share