Home / চাঁদপুর / চাঁদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অসহায় কিশোরের মৃত্যু
child-abdul-kader

চাঁদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অসহায় কিশোরের মৃত্যু

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দু,জন আবাসিক মেডিকেল অফিসার (আর এমও) এর কক্ষের সামনে প্রতিদিনই দেখা মিলতো আব্দুল কাদেরের। মাত্র ১৩ বছর বয়সে পিতা পরিত্যাক্ত অসহায় হয়ে ওই চিকিৎসকের কক্ষে এবং হাসপাতালের নিকটতমস্থানে একটি প্যাথলজিতে পিওন হিসেবে কাজ করতো কাদের।

কিন্তু কে জানতো নিয়তি তার ভাগ্যের সাথে নির্মম পরিহাস করবে। এত অল্প বয়সেই তাকে চলে যেতে হবে এই সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে। অসহায় দুখিনি মায়ের ঘরে আরো দুঃখ চেপে বসবে।

১০ অক্টোবর বৃহস্পতিবার ভোর ৬ টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান এই অসহায় ছোট্ট কিশোর আব্দুল কাদের। চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী নিশি বিল্ডিং রোড খান বাড়ির আমিন কাজীর ছেলে সে।

জানাযায়, গত ৩/৪ দিন পূর্বে আব্দুল কাদের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হন। কিন্তু তার জ্বর কোন ভাবেই কমছিলো না। শরীরে প্রচন্ড ব্যথায় ছটপট করছিলো কাদের। তার অবস্থার অবনতি দেখে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক কাদেরর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তার মাতা অন্যের বাড়িতে কাজ করে কোন রকমে ৪ সন্তানকে নিয়ে সংসার চালাচ্ছিলো। তাই ছেলেকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা সেবা দেয়ার মতো সে সামর্থ ছিলো না তার। ছেলে অসুস্থ হয়ে মৃত্যুশয্যায়, তাই অসহায় মায়ের চোখের জল দেখে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এমও) ডাক্তার আসিবুল আহসান চৌধূরীর সহযোগিতায় এবং গ্রীন ভিউ ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ এবং অন্যান্যদের আর্থিক সহযোগিতায় গত ৯ অক্টোবর বুধবার দুপুরে অ্যাম্বুলেস যোগে কাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

পরদিন ১০ অক্টোবর ভোর ৬ টায় চিকিৎসারত অবস্থায় আব্দুল কাদের মৃত্যুবরণ করেন।