চাঁদপুর

চাঁদপুরে পাঁচটি আসনেই নৌকার মাঝিরা বিপুল ভোটে বিজয়ী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন। এই পাঁচজনের কাছে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন।

গতকাল ৩০ ডিসেম্বর রোববার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে বিকেল ৪টার পর ভোট গণনা শেষে আসনগুলোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং অফিসারের কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

পাঁচটি আসনে বিজয়ী আওয়ামী লীগের পাঁচজন হচ্ছেন :

চাঁদপুর-১ (কচুয়া) আসনে ড. মহীউদ্দীন খান আলমগীর। তিনি পেয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৮শ’ ৪৪ ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোঃ মোশারফ হোসেন পেয়েছেন ৭ হাজার ৭শ’ ৫৯ ভোট।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে অ্যাডঃ মোঃ নূরুল আমিন রুহুল পেয়েছেন ৩ লাখ ১ হাজার ৫০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ড. জালাল উদ্দিন পেয়েছেন ১০ হাজার ২শ’ ৭৭ ভোট।

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে ডাঃ দীপু মনি পেয়েছেন ৩ লাখ ৪ হাজার ৮শ’ ১২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ ফরিদ আহমেদ পেয়েছেন ৩৫ হাজার ৫শ’ ১ ভোট।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মুহম্মদ শফিকুর রহমান পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৩শ’ ৬৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী লায়ন মোঃ হারুনুর রশিদ পেয়েছেন ৩০ হাজার ৭শ’ ৯৯ ভোট।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম পেয়েছেন ৩ লাখ ১ হাজার ৬শ’ ৪৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইঞ্জিঃ মমিনুল হক পেয়েছেন ৩৭ হাজার ১শ’ ৯৫ ভোট।

এই আসনে হাজীগঞ্জ উপজেলায় ৮৪টি কেন্দ্রের মধ্যে দক্ষিণ বড়কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ব্যালট বাক্স ছিনতাই হয়ে যাওয়ার কারণে এসব কেন্দ্রের ফলাফল স্থগিত রয়েছে।

চাঁদপুর টাইমস রিপোর্ট
৩১ ডিসেম্বর, ২০১৮

Share