চাঁদপুরঃ চাঁদপুরে জেলা প্রশাসনের আয়োজনে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় উপজেলা ও ইউনিয়ন পরিষদ পরিকল্পনায় টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অন্তর্ভূক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) চাঁদপুর সার্কিট হাউজে দিনব্যাপীএ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার চাঁদপুর এর উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান।
তিনি বলেন, কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের ভুমিকা অনেক। কারণ সকার জনগণকে সহজে সেবা দিতে বদ্ধ পরিকর। সরকারের ভিশন বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি জনপ্রতিনিধিদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরো বলেন, আমাদের স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আর সেটা সম্ভব হবে একমাত্র মৃতব্যয়ীতার মাধ্যমে। যেমন আপনি বাজারে বা অফিসে যাচ্ছেন সেখানে আপনি রিক্সায় বা গাড়িতে না উঠে পায়ে হেটে গেলেন। প্রতিদিন আপনি পান সিগারেট কম খাওয়ার মধ্যে দিয়েও মৃতব্যয়ী হতে পারবেন। এ সময় তিনি উপস্থিত চেয়ারম্যান ও সদস্যদের তাদের ওপর অর্পিত কাজে সুন্দরভাবে ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।
প্রশিক্ষণ কর্মশালার বিষয়ে ইএএলজি ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটটর নুরউদ্দিন মামুন জানান, এই প্রকল্পের আওতায় ৩০ টি ইউনিয়ন ও ২টি উপজেলার চেয়ারম্যান সদস্য ও সচিবরা ২দিন করে মোট ১০ ব্যাচে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।আজকে হাইমচর উপজেলার ৪টি ইউনিয়নকে নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
যা আগামীকাল ১০ জুলাই পর্যন্ত চলবে। এই অনুষ্ঠানে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম সহ অন্যান্যরা। এ সময় হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- আনোয়ারুল হক
৯ জুলাই ২০১৯