চাঁদপুর

চাঁদপুরের দু’এডিসিসহ উপসচিবে ২৫৬ কর্মকর্তার পদোন্নতি

আসন্ন একাদশ সংসদ নির্বাচনের আগ মুহূর্তে জনপ্রশাসনের জ্যেষ্ঠ সহকারী সচিব ও সমমর্যাদার চাঁদপুরের দু’এডিসিসহ ২৫৬ কর্মকর্তাকে উপসচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

বুধবার (২৫ অক্টোবর) মধ্যরাতে এ আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

উপসচিব হিসেবে পদোন্নতি পাওয়া চাঁদপুরের কর্মকর্তরা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মঈনুল হাসান (শিক্ষা ও আইসিটি) অপরজন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শওকত ওসমান (সার্বিক)।

এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, ‘উপসচিবের স্থায়ী পদ আছে সাড়ে আটশর মত। এই পদে নতুন করে পদোন্নতি দেওয়ার বর্তমানে উপসচিবের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৮৫৯ জনে।’

এর আগে গত ২০ ফেব্রুয়া‌রি ৪২৪ জন কর্মকর্তাকে উপসচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এ ছাড়াও ২৯ অগাস্ট ১৫৪ জনকে অতিরিক্ত সচিব এবং ২০ সেপ্টেম্বর ১৫৪ জনকে যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি দেয় সরকার।

এডিসি শওকত ওসমান চাঁদপুরে আসার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ইউএনও ছিলেন। অপরজন মো. মঈনুল হাসান তিনি মেহেরপুর সদর উপজেলা ইউএনও ছিলেন।

তাঁদের সাথে কথা বলে জানা যায়, শওকত ওসমানের জন্মস্থান চট্টগ্রামের হালিশহর এলাকায়। অপরজন মো. মঈনুল হাসানের জন্মস্থান ঢাকা উত্তরা থানার দক্ষিণখানে। জন্মস্থান ভিন্ন হলেও দু’জনে ২৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে রাজশাহী বিভাগে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন।

প্রতিবেদক- দেলোয়ার হোসাইন
২৫ অক্টোবর, ২০১৮

Share