চাঁদপুরে একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপকারভোগীদের যুব প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন প্রশিক্ষন কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১২ মার্চ)বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের উন্নয়ন-অগ্রযাত্রা এবং মানুষের কর্মসংস্থান গড়ে তোলার লক্ষ্যে সরকারের গৃহিত নানা কর্মকান্ডের কথা তুলে ধরেন।
এসময় তিনি দেশের এই উন্নয়নের অগ্রযাত্রায় সকলকে যে যার অবস্থান থেকে সামিল হওয়ার অনুরোধ জানান।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। একটি বাড়ি একটি খামার প্রকল্প সহ যুবকদের স্বাবলম্বী করতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। যুব কেন্দ্রে প্রশিক্ষণ নিয়ে এখন যুবকরা স্বাবলম্বী। তারা এখন পরের অধীনে চাকরির জন্য বসে নেই। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন ছিলো দেশ ক্ষুদা ও দারিদ্রমুক্ত হবে। তার স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, এখন আর আমাদের পরের দেশের খাদ্যের উপর ভরসা করতে হয় না। এখন আমরা আমাদের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করছি। বিশ্বের অনেক দেশ ভ্রমন করেছি,দেখেছি,জেনেছি। অনেক দেশেই আমাদের দেশের মাটির মতো এতো উর্বর মাটি নেই। আমাদের নিজেদের ভাগ্য নিজেদের গড়তে হবে। যুব প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিয়ে নিজেদের স্বাবলম্বী করুন, দেশকে অর্থনৈতিকভাবে সহায়তা করুন।
উদ্ভোদনী অনুষ্ঠানে চাঁদপুর যুব প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক মো. শামসুজ্জামান এর সভাপতিত্বে প্রশিক্ষক মো.শফিকুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. রেজাউল হক। এসময় একটি বাড়ি একটি খামার প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আশিক বিন রহিম
১২ মার্চ,২০১৯