চাঁদপুর

চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন পরিবহনের দায়ে দু’যুবকের কারাদণ্ড

চাঁদপুরে পিকআপ ভ্যানে করে নিষিদ্ধ পলিথিন পরিবহনের সময় দু’যুবককে আটক করেছেন পুলিশ। এসময় পিকআপ ভ্যানে থাকা ৫শ’কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে পুলিশ।

বুধবার(১৩ মার্চ) বিকেলে শহরের বঙ্গবন্ধু সড়কে এই অভিযান চালায় পুলিশ।

পরে ভ্রাম্যমান আদালতে আকটকৃত দুই যুবককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো: আব্দুর রব বেপারীর ছেলে মাসুদ হোসেন ও তাজুল ইসলাম বেপারীর ছেলে সাজ্জাদ হোসেন। তাদের উভয়ের বাড়িই চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায়।

পুলিশ জানায়, সদর উপজেলার বাবুরহাট এলাকা থেকে একটি পিকআপ ভ্যান ভর্তি পলিথিনের চালান পুরানবাজার এলাকায় যাচ্ছিল। গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় শহরের বঙ্গবন্ধু সড়ক অতিক্রম করার সময় পিকআপ ভর্তি পলিথিনসহ দুই যুবককে আটক করা হয়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার বলেন, পলিথিন পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ। প্রায় ৫শ’ কেজি নিষিদ্ধ পলিথিনসহ দুই জনকে আটক করে পুলিশ। আটককৃতদের ভ্রাম্যমান আদালতে এক বছর করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। জব্দকৃত পলিথিন জেলা পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে। এছাড়া পিকআপ ভ্যানটি চাঁদপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

প্রতিবেদক:শরীফুল ইসলাম
১৩ মার্চ,২০১৯

Share