Home / চাঁদপুর / চাঁদপুর শহরে যানজট মুক্ত রাখতে পৌরসভার অভিযান
traffic

চাঁদপুর শহরে যানজট মুক্ত রাখতে পৌরসভার অভিযান

চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদের নির্দেশে চাঁদপুর পৌর এলাকার সড়কগুলো যানজটমুক্ত রাখতে অভিযানে নেমেছে কর্তৃপক্ষ।

সোমবার বিকেলে পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোশারফ হোসেনের নেতৃত্বে পালবাজার এলাকা থেকে শুরু করে কালীবাড়ি মোড় পর্যন্ত অভিযান চালানো হয়।

চাঁদপুর শহরের সবচেয়ে জনবহুল ও গুরুত্বপূর্ণ সড়কগুলো ভ্রাম্যমাণ দোকানীদের দখলের কারণে প্রতিনিয়তই দীর্ঘ থেকে দীর্ঘতর যানজটের সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে স্থানীয় দৈনিকগুলোতে বেশ কয়েকবার সংবাদ প্রকাশ হয়। যানজটের কারণে প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনা ঘটেই চলছে।

এ সময় সড়কের পাশজুড়ে রিক্সা ভ্যানযোগে তরি-তরকারি ও ফল বিক্রি করা অবস্থায় রাস্তায় যানজট সৃষ্টি হলে প্রায় ২০টির মতো পণ্যবাহী রিক্সা ভ্যান আটক করে পৌরসভায় নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ অসহায় এই হতদরিদ্রদের কথা বিবেচনা করে মানবিকতার কারণে আর যেনো রাস্তার উপর ভ্রাম্যমাণ দোকান না বসানো হয় এ মর্মে প্রথম দিনের জন্যে তাদেরকে ক্ষমা করা হয়। পরবর্তীতে পণ্য বিক্রেতারা তাদের পণ্য ও রিক্সাভ্যান নিয়ে অন্যত্র সরে যায়।

স্টাফ করেসপন্ডেট
০৮ জানুয়ারি,২০১৯

Leave a Reply