Home / চাঁদপুর / চাঁদপুরে স্টেডিয়ামে সেমিফাইনালে চাঁদপুর পৌরসভা ও শাহরাস্তি
football-najirpara-stadium
ফাইল ছবি

চাঁদপুরে স্টেডিয়ামে সেমিফাইনালে চাঁদপুর পৌরসভা ও শাহরাস্তি

চাঁদপুরে স্টেডিয়াম মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের গ্রুফের ২য় পর্বের ৩য় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ৩টা ২৪ মিনিটে ১ম খেলায় অংশগ্রহন করেন হাজিগঞ্জ উপজেলা বনাম শাহারাস্তি উপজেলা। নির্ধারিত সময়ের ৪৪ মিনিট পর ১ম খেলাটি মাঠে গড়ায়।

হলুদ ও সাদা রংয়ের জার্সি পরিহিত উভয় দলের খেলোয়াররা প্রথম আর্ধে আক্রমন পাল্টা আক্রমনে খেলার শুরু থেকেই গোলের লড়াইয়ে ছিলো মরিয়া। নিশ্চিত গোল মিস করার পর পুনরায় আক্রমনে শাহারাস্তি উপজেলার ৮নং জার্সি পরিহিত সাইফুল দলের পক্ষে প্রথম গোলটি করেন।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে শাহারাস্তি উপজেলা। দ্বিতীয়ার্ধে হাজিগঞ্জ উপজেলা গোল পরিশোধ করতে ব্যস্ততা কাটালেও শাহারাস্তির শক্ত রক্ষণশীল ভূমিকায় তা সম্ভব হয়নি। পরে সুজনের চমৎকার গোলে ২-০ গোলে সহজ জয় তুলে নেন শাহারাস্তি উপজেলা দল।

সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন আরিফুল। দিনের দ্বিতীয় খেলায় অংশগ্রহন করেন চাঁদপুর পৌরসভা বনাম মতলব উত্তর উপজেলা।

খেলার শুরু থেকেই বল দখলের লড়াইয়ে আধিপত্য বিস্তার করেন চাঁদপুর পৌরসভা। প্রথম আর্ধের ৬ মিনিটের মাথায় চাঁদপুর পৌরসভার ১১নং জার্সি পরিহিত স্ট্রাইকার সবুজ প্রথম গোলটি করেন।

পরে ১২ মিনিটের মাথায় তুষার ও ২০ মিনিটে সবুজ আরেকটি গোল করে। প্রথম আর্ধে ৩-০ গোলে এগিয়ে মাঠ ছাড়ে চাঁদপুর পৌরসভা। খেলার দ্বিতীয়ার্ধে মতলব উত্তরের ছন্দহীন খেলার সুযোগ নিয়ে একের পর এক আক্রমন করেন চাঁদপুর পৌরসভা।

কিন্তু মতলব উত্তরের শক্ত রক্ষণশীল ভূমিকায় দ্বিতীয়র্ধে কোন গোল পায়নি চাঁদপুর পৌরসভা। তবে খেলার শেষ সময়ে মতলব উত্তর উপজেলার সোহেল ১টি গোল করেন। ফলে ৩-১ গোলের সহজ জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন চাঁদপুর পৌরসভা।

ম্যাচ সেরা নির্বাচিত হন চাঁদপুর পৌরসভার জোড়া গোলকারি স্ট্রাইকার সবুজ।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ফুটবল উপ কমিটির সাধারন সম্পাদক শাহির পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূইয়া, প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার, কাউন্সিলর মাহাফুজুর রহমান দোলন, হাবিব দর্জি, ডি এম শাহাজাহান, নাছির চৌকদার, শাহ আলম বেপারী, মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, আয়েশা রহমান, হাজীগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ শাহজাহান তালুকদার, জেলা ক্রীড়া অফিস কর্মকর্তা আব্দুল কুদ্দুস প্রমুখ। রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন মাসুদুর রহমান মাসুম,সেলিম আহমেদ টুমু,ইমরান হোসেন রানা ও নুরে আলম।

বুধবার (১৯ সেপ্টেম্বর) সেমিফাইনাল ম্যাচে কচুয়া উপজেলার বনাম ফরিদগঞ্জ ও চাঁদপুর পৌরসভা বনাম শাহারাস্তি উপজেলা অংশগ্রহণ করবে।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক

Leave a Reply