চাঁদপুরে কৃতি সন্তান বাংলাদেশ ভূমি মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব মো.মাকছুদুর রহমান পাটওয়ারী চাঁদপুর সরকারি কলেজ পরিদর্শন এবং পারিবারিক কবর জিয়ারত করেছেন।
বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরে তিনি কলেজ পরিদর্শনে যান। এসময় তিনি কলেজের শিক্ষা কার্যক্রমের খোঁজ-খবর নেন ও শিক্ষার্থীদের ভালো ফলাফলের বিষয়ে শিক্ষকদের সাথে আলোচনা করেন।
তিনি বলেন, আমি এই কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিলাম। বর্তমানে সরকারের ভূমি মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছি। এই কলেজের শিক্ষার্থী হিসেবে আমি গর্ববোধ করছি। আমি আশা করবো আগামি দিনে এই কলেজের শিক্ষার্থীরা বাংলাদেশের রাষ্ট্রিয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার সুযোগ পাবে। শুধু তাই নয়, আমি আশা করবো প্রতিবছর যাতে এই কলেজ থেকে বহু শিক্ষার্থী মেডিকেল কলেজ, বুয়েটসহ উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নের সুযোগ পায়। সেই লক্ষ্য নিয়েই শিক্ষকদের গড়ে তুলতে হবে।
এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এএসএম দেলওয়ার হোসেন,উপাধ্যক্ষ অষিত বরণ দাস,কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ওয়াহিদুজ্জামান, হিসাব বিঞ্জান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন, চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতা হাসান ইমাম বাদশা, চাঁদপুর চেম্বার অব কমাসের্র পরিচালক মাইনুল ইসলাম কিশোর, নূরিয়া পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আবু তাহের প্রমুখ।
এর আগে তিনি তাঁর শশুর মরহুম আলহাজ্ব তাজুল ইসলামসহ (তাজু হাজী) নিকট আত্মিয়দের করব জিয়ারত করেন।
প্রতিবেদক:আশিক বিন রহিম
৩ জানুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur