নৌ-পথে সন্ত্রাস, চাঁদাবাজী ও ডাকাতিসহ সকল প্রকার হয়রানি বন্ধের দাবীতে বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন (রেজি বি-২১১২) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।
রোববার(২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা চাঁদপুর লঞ্চঘাট কার্যালয়ে থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ করে।
পরে নেতৃবৃন্দরা জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারণলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বেপারী, গাবতলী শাখার সাধারণ সম্পাদক মো. খাজা বাকি বিল্লা, নারায়নগঞ্জ ৫নং ঘাট শাখার সভাপতি শাহীন মোল্লা, চিটাগাং রোড শাখার সাধারণ সম্পাদক মো. আলী আকবর, সাংগঠনিক সম্পাদক মো. কাজল মুকছুদী।
চাঁদপুর শাখার সিনিয়র সভাপতি জাহাঙ্গীর সরদার, সহ-সভাপতি মো. বাবুল তালুকদার, লোকমান সুকানি, সাধারণ সম্পাদক মঙ্গল মাঝি, যুগ্ম-সাধারণ সম্পাদক খোকন সুকানি, সাংগঠনিক সম্পাদক হাসমত আলীসহ বালুবাহী নৌকার সুকানি, গিরিজার, লস্কর, বাবুর্চি ও নৌকার মালিকরা।
স্মারকলিপিতে উল্লেখ্য করেন, নৌ-পুলিশ গঠনের পর নদীপথে অনিয়মিত চাঁদাবাজরা থেমে গেলেও বর্তমানে নিয়মিত চাঁদাবাজরা সক্রিয় হয়ে উঠেছে। এখনো ৭/৮ টি স্পট যথাক্রমেঃ সুনামগঞ্জ সদর, ছাতক, জামালগঞ্জ, এলাকায় বার্দিং টোল নামে বেপরোয়া চাঁদাবাজি চলছে। গজারিয়া মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ ত্রিমোহনায় বালু মহল ইজারাদারদের টহল নৌকাগুলোর দৌরত্ম অব্যাহত আছে।
এছাড়া ইদানিং উত্তরাঞ্চল থেকে বালু বোঝাই নৌযানগুলো বরিশাল যাওয়ার পথে দশানী, মোহনপুর, হরিণায় বালু ইজারাদারদের বালু না দেওয়ার অপরাধে বালুবাহী নৌযান আটকে রেখে চাঁদাবাজি করছে। শুধু তাই নয় বিভিন্ন স্পটে সন্ত্রাসীরা শ্রমিকদের সদস্য লাল কার্ড নিচ্ছে টাকা না দেওয়ায়। আমরা এ অপরাধমূলক কর্মকান্ড থেকে প্রতিকার চাই।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট
২৪ ফেব্রুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur