চাঁদপুরের সদর উপজেলা পরিষদে নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীসহ অন্য দুই ভাইস চেয়ারম্যান বিপুল ভোটে জয়ী হয়েছেন।
চেয়ারম্যান পদে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান পদে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, নারী ভাইস চেয়ারম্যান পদে মহিলা আওয়ামীলীগ নেত্রী আবিদা সুলতানা।
রোববার (২৪ মার্চ) রাতে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনী ফলাফল ঘোষনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা। এ সময় বিজয়ী উপজেলা নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ানের হাতে ফলাফল পত্র তুলে দেন।
এরমধ্যে চেয়ারম্যান নরুল ইসলাম নাজিম দেওয়ান ১ লক্ষ ১৩ হাজার ৮শ’ ৭৩ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আইয়ুব আলী বেপারী ১ লক্ষ ১৬ হাজার ৪৫ ভোট পেয়েছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আবিদা সুলতানা পেয়েছেন ১ লক্ষ ১০ হাজার ১শ’ ৮ ভোট।
তাঁদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পেয়েছেন চেয়ারম্যান পদে মিজানুর রহমান কালু ভূঁইয়া ১৪ হাজার ৫শ’ ২৩ ভোট। ভাইস চেয়ারম্যান পদে অ্যাড. মহসিন খান পেয়েছেন ২ হাজার ৬শ’ ৯৭ ভোট, জাকের পার্টির দলীয় পার্টি নুরুল ইসলাম ১৩ হাজার ১শ’ ২৫ ভোট পেয়েছেন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে শিপ্রা দাস পেয়েছেন ১৮ হাজার ৮শ’ ১৫ ভোট।
প্রসঙ্গত, চাঁদপুর সদরে ১ টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নে ১’শ ২৭টি ভোট কেন্দ্র ও ৭শ’ ৭১টি ভোট কক্ষ রয়েছে। ভোটার সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ২শ’ ২৫ জন। পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৮০ হাজার ১৭ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ২শ’ ৩৩ জন।
এদের বিপরীতে ১’শ ২৭ জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ৭শ’ ৭১ জন ও ১ হাজার ৫শ’ ২৪ জন পোলিং অফিসার ভোট গ্রহণের দায়িত্ব পালন করেন।
প্রতিবেদক- শরীফুল ইসলাম
২৪ মার্চ, ২০১৯