চাঁদপুর

চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটি ‘এখন অনেক বেশি গতিশীল’

চাঁদপুর জেলা পরিষদ ও চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, আর্তমানবতার সেবায় সারা বিশ্বে সুনামের সাথে কাজ করছে আন্তর্জাতিক সেবামূলক সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটি। বাংলাদেশ সরকারের একমাত্র সহযোগী সংস্থা হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিও মানবতার সেবায় অসামান্য অবদান রাখছে।

দুর্যোগ-দুর্বিপাকে চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটি অনবদ্য ভূমিকা রেখে চলেছে। চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটকে আরো সক্রিয় ও গতিশীল করার লক্ষ্যে ব্যাপক কার্যক্রম চলছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যুব রেডক্রিসেন্টের কমিটি গঠন ও কার্যক্রমে গতিশীলতা আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চাঁদপুরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্টের কার্যক্রম পরিচালিত হবে। বিগত যে কোনো সময়ের চেয়ে চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটি এখন অনেক বেশি গতিশীল।

বুধবার (৮ মে) সকালে চাঁদপুরে বিশ^ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসের অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। ইউনিট সেক্রেটারি এম এ মাসুদ ভূঁইয়ার পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন ইউনিট ভাইস চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম, সদস্য সুভাষ চন্দ্র রায়, মোঃ আল্লী জিন্নাহ, আবু নছর বাচ্চু পাটওয়ারী, মোঃ বেলায়েত হোসেন গাজী বিল্লাল, রেহানা আক্তার তৌহিদা, তমাল কুমার ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিট অফিসার সৈয়দ আফ্রিদুল ইসলাম, রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য বি এম হান্নান, গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, মুহম্মদ আলমগীর হোসেন পাটওয়ারী, যুব রেড ক্রিসেন্টের প্রধান খায়রুল আলম জনি, উপ-যুব প্রধান মারজাহান আক্তার উপস্থিত ছিলেন।

সকাল ১১টায় প্রেসক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। এরপর চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবশেষে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রোগীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

করেসপন্ডেন্ট
৯ মে ২০১৯

Share