চাঁদপুর

চাঁদপুর রামদাসদীতে পুলিশের অভিযানে ১শ’২০ কেজি জাটকাসহ আটক ১

চাঁদপুর মেঘনা নদীতে মৎস্য অভায়শ্রম ও জাটকা রক্ষায় পুরাণবাজার ফাঁড়ি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার (১১ মার্চ)ভোরে এলাকার পূর্ব রামদাসদী দোকানঘর নদীর পাড় থেকে প্রায় ১শ’২০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। এসময় জাটকাসহ দুলাল খা (৩০) নামে একজনকে আটক করে চাঁদপুর মডেল থানায় সোর্পদ করা হয়।

অভিযানের নেতৃত্বদেন পুুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম। তাকে সহযোগিতা করেন এসআই পলাশ বড়ুয়া,এএসআই মজিবুর, শ্রীবাস ও সঙ্গিয় ফোর্স। আগের দিন রাতে বার্বুচিঘাট থেকে ৫০ কেজি জাটকাসহ ৩ জনকে আটক করে থানায় পাঠানো হয়েছে।

পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম জানান,‘পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশে প্রতিদিন রাত থেকে ভোর পর্যন্ত পুরাণবাজার দক্ষিনের নদীরপাড় ও তদসংলগ্ন এলাকায় আমরা টহল দিচ্ছি।’

ভোর রাতে অন্যত্র পাচারের উদ্দেশে নিয়ে যাবার সময় মেঘনায় নিধনকৃত জাটকা ভর্তি ৪টি প্লাস্টিকের ট্রে জব্দ এবং ১ জনকে আটক করা হয়েছে। জাটকা রক্ষার এ অভিযানে গত এক সপ্তাহে ৪ জনকে গ্রেফতার এবং সাড়ে ৫’শ কেজি জাটকা জব্দ করা হয়।

প্রতিবেদক:আশিক বিন রহিম
১১ মার্চ,২০১৯

Share