চাঁদপুর সদর

মৈশাদীতে চাঁদপুর পল্লীবিদ্যুৎসমিতি-২ গনশুনানী

চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ উদ্যোগে পল্লীবিদ্যুৎতের গ্রাহকদের নিয়ে গনশুনানী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলার শ্রেষ্ঠ মৈশাদী ইউপি জনবান্ধব চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক সভাপতিত্ব করেন।

ইউপি সচিব আবু বক্কর মানিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মো. নুরুল ইসলাম পাটওয়ারী, চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম সদস্য সেবা সিয়াম সিরাজী, সহকারী প্রকৌশলী মো. সুফি সাদেক, কো-অডিনেটর মোকবুল আহম্মেদ, ওয়্যারিং পরিদর্শক মো. সোহেল রানা, রাজু মজুমদার, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লিটন সরকার, আওয়ামী লীগ নেতা শাহ আলম মিয়াজী, পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদা বেগম, শিল্পী বেগম, ওয়ার্ড সদস্য ফারুক সরকার, সেলিম বেপারী, কালাম বেপারী, বজলুল গনি জিলন, বারেক খান, দেলোয়ার হোসেন, মোশারফ বেপারী, আবুল হোসেন খান, সংরক্ষিত মহিলা সদস্য শাহিদা বেগম, মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ইকবাল মৃধা।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ একটাই লক্ষ, তা হাচ্ছে গ্রাহকদেরকে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সেবা দেওয়া। সে লক্ষেই আমরা প্রতিনিয়ত গ্রাহকদের সেবা দিয়ে আসছি, কাজ করে যাচ্ছি। আমরা ইচ্ছেকৃত ভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে রাখিনি। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারনেই আমরা বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখি। কোন রকম দুর্ঘটনা যাতে না হয়, সেজন্য প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা বিদ্যুৎ বন্ধ রাখি।

তিনি বলেন, বিদ্যুৎ সংযোগ পেতে কোন প্রকার দালালের সরাপন্ন হবেনা। সরাসরি বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে দ্রুত বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে। দালাল দেশের শস্ত্রু, জাতির শস্ত্রু, সমাজের শস্ত্র এদের থেকে সকলকে সচেতন হতে হবে। বিকাশে বিদ্যুৎ বিল দিলে সাথে সাথে সেখান থেকে এসএসএস নিশ্চিত করলে কোন প্রকার প্রতারনার সম্ভাবনা থাকবেনা।

বার্তাকক্ষ
৪ মার্চ ২০১৯

Share