চাঁদপুর মডেল থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নাসিম উদ্দিন যোগদান করেছেন। তিনি শুক্রবার (০৮ ডিসেম্বর) রাতে আনুষ্ঠানিক ভাবে চাঁদপুর মডেল থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করেন।
এর আগে ওসি নাসিম উদ্দিন নোয়াখালী জেলার সোনাইমরি থানায় ওসি হিসেবে দায়িত্বরত ছিলেন।
তিনি ১৯৯৭ সালে বাংলাদেশ পুলিশে এস আই হিসেবে যোগদান করেন। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানাড়া গ্রামের জন্ম গ্রহন করেন। তিনি অত্যান্ত সুমানের সাথে পুলিশ বিভাগে কাজ করে আসছেন।
চাঁদপুর মডেল থানায় নবাগত ওসি নাসিম উদ্দিন বলেন, ‘চাঁদপুর মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহের বিরুদ্ধে জিরো টলারেন্স করার ক্ষেত্রে আমমরা নিরলস ভাবে কাজ করে যাবে। কোন ভাবেই অন্যায়কে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে। জনগনের সেবা প্রদানে আমি সব সময় প্রস্তুত। ওসি নাসিম উদ্দিন চাঁদপুরে সঠিক ভাবে দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগীতা চেয়েছেন।’
প্রতিবেদক: শরীফুল ইসলাম
০৮ ডিসেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur