সদ্য অনুমোদনপ্রাপ্ত চাঁদপুর মেডিকেল কলেজ (চাঁমেক)-এর নবাগত অধ্যক্ষ হিসেবে অধ্যাপক ডা. জামাল সালেহ উদ্দিনকে নিয়োগ দেয়া হয়েছে।
রোববার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মো. মোহসিন উদ্দিন স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানা যায়।
এ বিষয়ে চাঁদপুর টাইমসের সাথে চাঁমেকের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ অধ্যাপক ডা. জামাল সালেহ উদ্দিনের সাথে কথা হয়।
তিনি জানান, তাঁর জন্মস্থান লক্ষ্মীপুর শহরের সমশেরাবাদ এলাকায়। তাঁর বাবা মরহুম ডা. আবদুল আউয়াল বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানে সময়ে লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ ছিলেন।
এছাড়া তিনি কুমিল্লা স্বাচিপের লাইফ মেম্বার ছিলেন। সর্বশেষ কুমিল্লা মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন।
শিক্ষাজীবনে ফৌজদার ক্যাডেট কলেজ থেকে ১৯৭৯ সালে এসএসসি, লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে ১৯৮১ সালে এইচএসসি ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে ১৯৮৮ সালে এমবিবিএস পাশ করেন।
৯তম বিসিএসে স্বাস্থ্য বিভাগ থেকে উত্তীর্ণ হয়ে ১৯৯১ সালে বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে যোগদান করেন।
পারিবারিক জীবনে ২ মেয়ে ১ ছেলে সন্তানের জনক, তারা কুমিল্লার বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করেন।
চাঁদপুর মেডিকেল কলেজে পদায়নের বিষয়ে অনুভূতি প্রকাশ করে চাঁদপুর টাইমসকে বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত। আমার বাবা রায়পুর আসনের সাংসদ ছিলেন। তাই রায়পুরের পাশ্ববর্তী ফরিদগঞ্জ ও চাঁদপুর আমার পূর্ব পরিচিত। আগামি রোববার (১৬ সেপ্টেম্বর) চাঁদপুরে যোগদান করবো।’
এ সংক্রান্ত আগের প্রতিবেদন-১ চাঁদপুর ডাকাতিয়ার পাড়েই নির্মিত হচ্ছে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত মেডিকেল কলেজ
প্রতিবেদন- ২ চাঁদপুর মেডিকেল কলেজের যাত্রা ভর্তি কার্যক্রম দিয়ে শুরু
প্রতিবেদক- দেলোয়ার হোসাইন
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur