চাঁদপুর

অস্থায়ী কার্যালয়ে শুরু হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজের কার্যক্রম

চলতি মাস থেকেই অস্থায়ী কার্যালয়ে শুরু হতে যাচ্ছে চাঁদপুর বাসির দীর্ঘদিনের কাঙ্খিত স্বপ্ন চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম। যে মেডিকেল কলেজ হাসপাতালটি চাঁদপুরে প্রতিষ্ঠা হওয়ার জন্য চাঁদপুরবাসি দীর্ঘ অপেক্ষায় ছিলেন।

কয়েকমাস পূর্বে মেডিকেল কলেজ নির্মান করার ঘোষনা করা হলে চাঁদপুরের সদরের গাছতলা এলাকায়, চাঁদপুর-রায়পুর ব্রীজ সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে ৩১ একর জমিতে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মানের স্থান নির্ধারন করা হয়।

গত (৭ জুন) শনিবার দুপুরে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মানের জন্য সম্ভাব্য নির্বচিত স্থান শহরের গাছতলা সেতু সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ের স্থানটি পরির্দশন করেন স্বাস্থ্য মন্ত্রনালয়ে কর্মকর্তাবৃন্দ। পরিদর্শনকালে তাঁরা ডাকাতিয়া নদীর পাড়ের চাঁদপুর রায়পুর বীজ হতে গাছতলা গুদাড়া ঘাট পর্যন্ত মেডিকল কলেজ নির্মাণের জন্য নির্ধারিত ৩১ একর জমি ঘুরে দেখেন। তারপর থেকেই আশায় বুক বাঁধেন চাঁদপুরবাসি।

আর সে কাঙ্খিত মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম চালু করার জন্য ইতিমধ্যে আড়াই,শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সামনে গত ১৭ অক্টোবর রাতে অস্থায়ী মেডিকেল কলেজের কার্যালয়ের সাইনবোর্ড ঝুলানো হয়।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদপুরবাসি অনেক ইতিবাচক মন্তব্য করে ছবিটি ছড়িয়ে দেয়।

এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডাঃ মাহবুব আলম চাঁদপুর টাইমসকে জানান, চলতি মাসের ২২ তারিখ থেকে আনুষ্ঠানিক ভাবে ভর্তি কার্যক্রম শুরু হবে। চাঁদপুর মেডিকেল কলেজের অস্থায়ী কার্যালয় হিসেবে বর্তমানে সদর হাসপাতালের ৪র্থ তলার দক্ষিণ অংশ ছেড়ে দেয়া হয়েছে। আর হাসপাতালের ৪র্থ তলার ওই দক্ষিণ অংশই আপাতত অস্থায়ী কার্যালয় হিসেবে কার্যক্রম চলবে। ছাত্র-ছাত্রীদের ক্লাসও সেখানে চলবে।

তিনি আরো জানান, স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে সেপ্টেম্বর মাসের শেষের দিকে চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে অধ্যাপক ডা. সালেহ জামালকে নিয়োগ দেয়া হয়েছে। গত ৫ অক্টোবর কুমিল্লা মেডিকেল কলেজে ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষা হয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তালিকা অনুযায়ী প্রাথমিক ভাবে সর্বমোট ৫০ জন ছাত্র-ছাত্রী নেয়া হবে।

আগামী ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সকল ছাত্র-ছাত্রী ভর্তি হবে বলে তিনি জানান।

তবে চাঁদপুর বাসির এমন কাঙ্খিত স্বপ্ন পূরন হতে চললেও যেসব ছাত্র-ছাত্রী চাঁদপুর মেডিকেল কলেজে ক্লাস করবে তাদের জন্য আবাসন জরুরী হয়ে পড়েছে। যারা মেডিকেল কলেজে ভর্তি হবে তাদের আবাসনের জন্য জরুরী ব্যবস্থা গ্রহন প্রয়োজন বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রতিবেদক- কবির হোসেন মিজি
১৮ অক্টোবর, ২০১৮

Share