নৌযান শ্রমিকদের একদিনের কর্মবিরতি শেষে বুধবার(১৭ এপ্রিল) সকাল থেকে চাঁদপুর-ঢাকা ও নারায়নগঞ্জের মধ্যে চলাচলকরী যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ সকাল থেকে চাঁদপুর থেকে ঢাকাগামী সিডিউল অনুযায়ী লঞ্চগুলো পর্যায়ক্রমে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর লঞ্চঘাট ত্যাগ করে।
এর আগে মঙ্গলবার সকাল থেকে নৌ-যান শ্রমিকদের ১১ দফা দাবী নিয়ে চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকাগামী সকল ধরনের লঞ্চ ও নৌযান বন্ধ ছিলো।
যাত্রীরা জানিয়েছেন, নৌযান শ্রমিকদের একদিনের কর্মবিরতিতে আমাদের দুর্ভোগ পহাতে হয়েছে। লঞ্চ চলাচল শুরু হওয়ায় আমাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আমরা চাই দ্রুত এই বিষয়ে একটি সুরহা হোক।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানিয়েছেন, নৌ-যান শ্রমিকদের বিভিন্ন দাবী নিয়ে মঙ্গলবার ঢাকায় শ্রমমন্ত্রীসহ উচ্চ পর্যায়ে শ্রমিকদের সাথে বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্তের আলোকে বুধবার সকাল থেকে চাঁদপুর থেকে সকল ধরনের লঞ্চ চলাচল শুরু হয়েছে।
প্রতিবেদক:শরীফুল ইসলাম
১৭ এপ্রিল,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur