Home / চাঁদপুর / চাঁদপুর ল’ কলেজের এলএলবি নতুন শিক্ষাবর্ষের পাঠদান উদ্বোধন
chandpur-law-college

চাঁদপুর ল’ কলেজের এলএলবি নতুন শিক্ষাবর্ষের পাঠদান উদ্বোধন

চাঁদপুর ল’ কলেজের এলএলবি শিক্ষাবর্ষ ২০১৯ ও ২০২০ সালের পাঠদান শুরু হয়েছে। রোববার (২১ জুলাই) সন্ধ্যায় শহরের কাজী নজরুল ইসলাম সড়কস্থ চাঁদপুর ল’ কলেজের এলএলবি’র প্রথম পর্ব (শিক্ষাবর্ষ ২০১৯-২০২০) ক্লাশের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আলহাজ্ব অ্যাড. ফজলুল হক সরকার।

এসময় আরো বক্তব্য রাখেন, ল’ কলেজের শিল্প ও শ্রম আইন বিভাগের অধ্যাপক অ্যাড. জহিরুল ইসলাম, আইন বিজ্ঞান বিভাগের অধ্যাপক অ্যাড. জামিল হায়দার, সাংবিধানিক আইন বিভাগের অধ্যাপক অ্যাড. তোফাজ্জল হোসেন, চুক্তি ও টর্ট আইন বিভাগের অধ্যাপক অ্যাড. রোমানা আফরোজ খান,

মুসলিম আইন বিভাগের অধ্যাপক অ্যাড. হুসনেয়ারা বেগম কাজল, রাজস্ব ও কর আইন বিভাগের প্রভাষক অ্যাড. এ কে আজাদ, শিল্প ও শ্রম আইন বিভাগের প্রভাষক অ্যাড. মো. আবুল বাশার, চুক্তি আইন বিভাগের প্রভাষক অ্যাড. মুহাম্মদ সাইফুল মোল্লা ও সাংবিধানিক আইন (বাংলাদেশ অংশ) বিভাগের শিক্ষক তানজিমা নুর তাজিম প্রমুখ।

স্টাফ করেসপন্ডেন্ট, ২১ জুলাই ২০১৯