চাঁদপুর

চাঁদপুর লঞ্চঘাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

চাঁদপুর লঞ্চঘাট এলাকায় ভাসমান অবস্থায় বিশ্বজিৎ পোদ্দার (৪৪) নামের এক মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। শুক্রবার(৮ মার্চ) দিনগত রাত ২টায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

মৃত বিশ্বজিৎ পোদ্দার শহরের নতুন বাজার এলাকার রাধা বন্ধব পোদ্দারের ছোট ছেলে।

মৃতের বড় ভাই খোকন পোদ্দার জানায়, বিশ্বজিৎ ঢাকায় মুদি ব্যবসা করত। আর চাঁদপুরে তার সম্পদ বিক্রয় করে সে ঢাকায় বসবাস করত। সে ঢাকা মোহাম্মদপুর এলাকায় শশুর বাড়িতেই থাকত। শুক্রবার রাতে পুলিশ তার মৃত্যুর খবর আমাদের কে জানালে আমরা ঘটনাস্থলে ছুটে আসি।

তবে দীর্ঘ দিন বাড়িতে না আসায় কোন কিছু সঠিক বলতে পারব না।

চাঁদপুর মডেল থানার এস আই (উপ-পরিদর্শক) কামাল উদ্দিন চাঁদপুর টাইমসকে জানায়, ‘বিশ্বজিৎ এর আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় জানা যায়। ধারনা করা হচ্ছে লাশটি ৩ থেকে ৪ দিন আগের। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।’

সিনিয়র স্টাফ করেসপন্ডেট
৯ মার্চ,২০১৯

Share