চাঁদপুরে উত্তর পশ্চিম মৈশাদীতে সাকিব গাজী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার(২৮ মার্চ) রাতে এ ঘটনা ঘটেছে বলে চাঁদপুর সদর মডেল থানা কর্তৃক জানা যায়।মৃত সাকিব গাজীর বাবার নাম আমির হোসেন সিডু গাজী এবং মাতা আমেনা বেগম।
বৃহস্পতিবার(২৯ মার্চ) স্থানীয়রা জানায়, সকালে সাকিবকে ১টি হিজল গাছের সাথে ঝুলে থাকতে দেখা যায়। সাকিব ১টি গ্রিলের দোকানে কাজ করতো।
স্থানীয়দের অনেকে বলছেন,সাকিবের গলায় যদি ফাঁশ-ই হতো!তাহলে তার জিহ্বা বেরোনোর কথা ছিলো।কিন্তু এমন কিছুই দেখা যায় নি।তার গায়ে আঘাতের তেমন কোন চিহ্ন ও নেই।তাছাড়া যেই গাছে ফাঁশির ঘটনা ঘটেছে বলে দেখা গেলো।সেই গাছটি ততটা বড় নয়।
এসব ভেবে স্থানীয়দের মনে যেন এক রহস্যের সৃষ্টি হয়েছে।তারা ভাবছে সত্যিই কি এটি ইচ্ছাকৃত ফাঁশি ছিলো? না কি পরিকল্পিত হত্যাকান্ড ঘটিয়ে এটি গাছের সাথে দেখানোর জন্য ঝুলিয়ে রাখা হলো?
এ ব্যপারে চাঁদপুর সদর মডেল থানার এস আই আব্দুল মান্নান জানান,এ ব্যপারে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।আমরা লাশটির ব্যপারে আপাতত থানায় অপমৃত্যু মামলা করেছি।এ ব্যপারে তদন্ত চলছে?
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মোঃ নাসিম উদ্দিনের সাথে এ ব্যপারে আলাপ হলে তিনি জানান,ওই লাশটি সকালে পুলিশ উদ্ধার করেছে।আমরা প্রাথমিকভাবে মৃত্যুর আলামত সংগ্রহ করেছি।এ বিষয়ে তদন্ত চলছে।
করেসপন্ডেট
৩০ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur