চাঁদপুর শহরে পুরানবাজার ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযান চালিয়ে সিএনজি বোঝাই জাটকা ইলিশ মাছ জব্দ করতে সক্ষম হয়েছে।
রোববার(৩১ মার্চ) ভোরে চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর ইউনিয়নের বহরিয়া এলাকায় ফাঁড়ির ইনচার্জ শহিদুল এস আই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময় সিএনজি ১২ মন বোঝাই জাটকা ইলিশ সহ সোহাগকে মাছ ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে।
চাঁদপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ নাসিম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি খবর আসে সিএনজি বোঝাই জাটকা ইলিশ পাচার করা হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে পুলিশ জাটকা বোঝাই সিএনজি গাড়ি আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মাছসহ আটক ১ জনকে থানায় নিয়ে আসা হয়।
জব্দকৃত মাছগুলো এলাকার বেশ কয়েকটি এতিমখানা ও হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।এই ঘটনায় মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানায়।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট
৩১ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur