চাঁদপুর নৌ-থানার এএসআই মনির হোসেনের নেতৃত্বে নদীতে জাটকা রক্ষার এক সফল অভিযানে জাটকা ইলিশ পাচারকারী চক্রের একটি স্পীড বোট জব্দ করা হয়েছে।মঙ্গলবার(২ এপ্রিল) রাত সাড়ে ১২ টায় মেঘনা নদী থেকে এ আটক করা হয়।
চাঁদপুর নৌ পুলিশ সূত্রে জানা যায়,প্রতিদিনই পদ্মা মেঘনায় ঢাকা-মাওয়া রুটের কিছু অসাধু চক্র ভাড়ায় চালিত স্পীড বোট নিয়ে জেলেদের থেকে জাটকা নিয়ে তা পাচার করতো।তারা সক্রিয়ভাবে দীর্ঘদিন যাবৎ এই জাটকা স্পীড বোটে পাচার করে দেশের ইলিশ সম্পদ নষ্ট করছিলো।
এমন এক স্পীড বোট দিয়ে জাটকা পাচারের খবর পেলে নৌ থানা কর্তৃক অভিযান চালিয়ে ১টি স্পীড বোট জাটকাসহ জব্দ করে উদ্ধার করা হয়।
চাঁদপুর নৌ থানার এ এস আই মনির হোসেন জানান,চাঁদপুর নৌ এসপি স্যারের নির্দেশে এবং চাঁদপুর নৌ থানা অফিসার ইনচার্জ স্যারের দিক-নির্দেশনায় রাতে সঙ্গীয় ফোর্সসহ নদীতে অভিযান চালালে জাটকাসহ স্পীড বোট আটক করি।
তিনি বলেন,আটককৃত স্পীড বোটটির দাম আনুমানিক ১০ লাখ টাকা হবে।যা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশে বর্তমানে নৌ থানার হেফাজতে রয়েছে।
এ বিষয়ে ভ্রাম্যমান কোর্ট পরিচালনাকরী নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার জানান,চাঁদপুর নৌ থানার কর্তৃক জাটকা সংরক্ষণ অভিযানে প্রায় ২’শ ৫০ কেজি জাটকা(ইলিশ) সহ ১ টি স্পীড বোট আটক করা হয়েছিলো।পরে আমরা জাটকা গুলো স্থানীয়দের মাঝে বিতরণ করে দিয়েছি।
আর আটক স্পীড বোটটি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নৌ থানার হেফাজতে রাখার নির্দেশ দিয়েছি।এদিকে চাঁদপুর নৌ থানার এএসআই মনির হোসাইনের স্পীড বোট আটকের মত এমন সফল অভিযানে সুধী মহলকে বেশ প্রশংসা করতে দেখা যায়।
করেসপন্ডেট
৩ এপ্রিল,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur