চাঁদপুর শহরের সৌন্দর্য বর্ধনে গত কয়েক বছর ধরে শহরের বিভিন্নস্থানে ময়লা আবর্জনা ফেলার জন্যে ছোট,ছোট ডাস্টবিন স্থাপন করে ‘ক্লীন চাঁদপুর গ্রীন চাঁদপুর’ ঘোষণা করা হলেও জনসচেতনতার অভাবে তা একেবারেই বেস্তে গেছে।
প্রতিনিয়তই লক্ষ করা যায় নির্দিষ্ট ডাস্টবিন থাকা সত্বেও শহরবাসি অনেকেই সেই ডাস্টবিন রেখে যেখানে সেখানে ময়লা আর্বজনা ফেলে শহরের সৌন্দর্য এবং পরিবেশ নষ্ট করছে। তেমনি একটি চিত্র চাঁদপুর শহরের ইলিশ চত্বর।
ছবি ও প্রতিবেদক:কবির হোসেন মিজি
১০ এপ্রিল,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur