চাঁদপুরে বিভিন্ন জেলার নদী তীরবর্তী এলাকা থেকে আগত নারীদের অংশ গ্রহণে ‘নদী ব্যবস্থাপনায় নারীর নেতৃত্ব বিষয়ক নদী ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মার্চ) চাঁদপুর শহরের জাফরাবাদ এলাকায় মেঘনা নদীর তীরে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পযন্ত এই নদী ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় মেঘনার নদীর উপর অংশের কুড়িগ্রাম জেলার রোমারী উপজেলা, সিলেট জেলার হাওয়ার ও সরমা কুশিয়ারা নদী এবং মেঘনা নদী সংশ্লিষ্ট চাঁদপুর, নোয়াখালি ও ভোলা জেলার নদী কেন্দ্রীক প্রজেক্ট এলাকার ২৫ জন নারী অংশ গ্রহণ করেন।
ট্রোসা প্রকল্পের আয়োজনে এবং সিএনআরএস, জিইউকে ও অক্সফাম এর যৌথ বাস্তবায়নে এই নদী ক্যাম্পের উদ্দেশ্য ছিলো, নদী সম্পর্কে নারীদের ভাবনা জানা, নদীকে ভালো রাখতে নারীদের অভিজ্ঞতা বিনিময়, নদীর সম্পদ রক্ষা করা এবং মেঘনা নদী সুরক্ষা, উন্নয়ন, সংরক্ষণ ও নদী ব্যবস্থাপনায় নারীদের কর্মপরিকল্পনা তৈরী করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্সফাম এর কো-অর্ডিনেটর (ওয়াটার গর্ভনেন্স) এনামুল মাজিদ খান সিদ্দিক, রিভারাইন পিপল এর পরিচালক আইরিন সুলতানা, সিএনআরএস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আলাউদ্দিন, জিইউকে এর প্রজেক্ট অফিসার খায়রুন্নেছা সরকার, অক্সফাম এর সিনিয়র প্রজেক্ট অফিসার ফাতেমা জান্নাত, ও প্রজেক্ট অফিসার নুজহাত নুয়েরীসহ ট্রোসা প্রজেক্ট, সিএনআরএস, অক্সফাম বাংলাদেশ ও রিভারাইন পিপল এর কর্মকর্তাগণ।
প্রতিবেদক:আশিক বিন রহিম
৪ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur