চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সোমবার ২১ অক্টোবর চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ,এইচ,এম, রাসেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন ও জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক উত্তম কুমার। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকেও কয়েকজন শিক্ষার্থী পরিবেশ বিষয়ে তাদের নিজ নিজ ভাবনা মতবিনিময় সভায় তুলে ধরেন।
উপ-পরিচালক এ,এইচ,এম, রাসেদ সভায় বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণসহ পরিবেশ দূষণের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেন।
তিনি এসকল দূষণ রোধে কাজ করার জন্য কোমলমতি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধ, জলাধার ভরাট বন্ধ, জীববৈচিত্র্য রক্ষা, শব্দ দূষণ রোধে যত্রতত্র হর্ণ ব্যবহার বন্ধে শিক্ষার্থীদের সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন।
হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন ক্লাসরুমের মধ্যে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট ঝুড়িতে ফেলাসহ চারপাশ রক্ষার প্রতি মনোযোগী হওয়ার জন্য শিক্ষার্থীদের উপদেশ প্রদান করেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক উত্তম কুমার নিজ নিজ বাড়িঘর ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রতি জোর দেন।
মতবিনিময় সভায় শিক্ষার্থীরা তাঁদের শ্রেণি কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাসহ ভবিষ্যতে পরিবেশ দূষণ রোধে সচেতন থাকবে বলে অঙ্গীকার ব্যাক্ত করেন। তাঁরা তাঁদের শ্রেণি কক্ষের মধ্যে থাকা ময়লা কাগজপত্র পাশ^বর্তী ঝুড়িতে কুড়িয়ে রাখেন।
ভবিষ্যতেও জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ ধরণের পরিবেশ সচেতনতামূলক সভা আয়োজন অব্যাহত থাকবে।
আনোয়ারুল হক , ২১ অক্টোবর ২০১৯