চাঁদপুর এভারগ্রীন ক্লাবের ৪র্থ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। ১৫ জানুয়ারি মঙ্গলবার রাতে আউটার স্টেডিয়াম সংগলœ ব্যাডমিন্টন মাঠে এ টুর্নামেন্ট শুরু হয়েছে।
টুর্নামেন্টের উদ্ধোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
উদ্ধোধনকালে তিনি বলেন, চাঁদপুর জেলা শহরে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে গড়া এ ক্লাবটি খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত রয়েছে। এ ক্লাবটিতে জনপ্রতিনিধি, ডাক্তার, ব্যাংকার, আইনজীবী, শিক্ষক, ব্যাবসায়ী ও চাঁদপুর পৌরসভার সচিব, হিসাবরক্ষণ কর্মকতাসহ অনেকেই জড়িত রয়েছেন। ক্লাবের পক্ষ থেকে প্রতিবছরই বিভিন্ন খেলাধুলার আয়োজনসহ পরিবারের সদস্যদেরকে নিয়ে বার্ষিক আনন্দ ভ্রমনের ব্যবস্থা করে আসছে।
এভারগ্রীন ক্লাবের সভাপতি ডা. জালাল উদ্দিন রুমির সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের কর্মকতা মাসুদ হোসেন।
বক্তব্য রাখেন জেলা মার্কেটিং অফিসার ও ক্লাব সদস্য এন এম রেজাউল ইসলাম, খেরুদিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও ক্লাব সদস্য মেজবাহউদ্দিন ঝুটন, চাঁদপুর পৌরসভার শহর পরিকল্পনাবীদ সাজ্জাদ হোসেন, প্রাইম ব্যাংক হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ তাজুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে প্রধান অতিথি ও তার সহধর্মিনী মারিয়া মারর্জান ক্লাবে সদস্যদের হাতে টুর্নামেন্টের নতুন জার্সি তুলে দেন।এবারের টুর্নামেন্টে ৪টি গ্রুপে ১২ জন অংশ গ্রহণ করেন।
স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur