চাঁদপুর জেলা পরিষদের আয়োজনে মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার(২৮ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী।
অনুষ্ঠানে চাঁদপুর জেলার ৮ উপজেলার এসএসসি, এইচএসসি ও সমমানের ৩শ’১১ জন শিক্ষার্থীর মাঝে ১০ লাখ ২ হাজার টাকার শিক্ষা বৃত্তি চেক বিতরণ করা হয়।
ওচমান গনি পাটওয়ারী বলেন,‘আজকের এই বৃত্তি তোমাদের মেধার স্বীকৃতি। ভবিষ্যতেও তোমরা আরো ভালো ফলাফল অর্জন করবে বলে আমি বিশ্বাস করি। পড়াশুনা করে তোমরা দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করবে।’
অনুষ্ঠানে চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদ সচিব মো.মিজানুর রহমান,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধরসহ জেলা পরিষদের কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:শরীফুল ইসলাম
২৮ ফেব্রুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur