‘শিক্ষা আমার অধিকার’ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল এ্যাকশান সপ্তাহ পালিত হয়েছে।
বুধবার(১ মে) সন্ধ্যায় জেলা স্কাউট ভবনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও গণসাক্ষরতা অভিযানের যৌথ আয়োজনে আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
হাসান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সরদার আবুল বাসারের পরিচালনায় বিভিন্নন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও সমাজকর্মীরা আলোচনা সভায় অংশ নেয়।
চাঁদপুর জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক অজয় ভৌমিক, ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা কামাল, চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহাব উদ্দিন পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলার শিক্ষক মোঃ মাসুদ হোসেন, মোঃ কামাল হোসেন চৌধুরী, চাঁদপুর সদর উপজেলার শিক্ষক মোহাম্মদ জিল্লুর রহমান, মোহাম্মদ মামুনুর রশিদ, চাকুরীজীবী শেখ মহিউদ্দিন রাসেল সমাজকর্মী শৈবাল মজুমদার, শাহরিয়ার তানজিম, পিএম বিল্লাল, মোহাম্মদ নুরুল আমিন ও ইয়ার আহমেদ প্রমুখ।
স্পেশাল করেসপন্ডেট
১ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur