জুয়েলার্স সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচিত কমিটির অভিষেক শুক্রবার (২ নভেম্বর) দুপুর ২ টায় অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শুভাশীষ বসু।
তিনি তার বক্তব্যে বলেন, ‘ চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ীদের অভিষেক অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। বর্তমান সরকার ব্যবসা বান্ধব সরকার। দেশের ব্যবসায়িক উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ১৯৪৭ সালে স্বর্ণ আমদানি একটি আইন ছিলো। ঐ আইনে স্বর্ণ আমদানি করতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হতো। এ ছাড়া স্বর্ণ বেচা কেনায় ভোগান্তি পোহাতে হতো ব্যবসায়ীদের।
কিন্তু বর্তমান সরকার দেশের স্বর্ণ ব্যবসার অগ্রগতি বাড়াতে স্বর্ণ নীতিমালা করেছে। ইতিমধ্যে কেবিনেট মিটিং সরকার এ ব্যপারে সিদ্ধান্ত নিয়েছে। অচিরেই তা প্রকাশ করা হবে। স্বর্র্ণ আমদানিতে বর্তমান সরকার যে সহায়তা প্রদান করছে বিগত দিনে তা কোন সরকার করেনি। আপনাদের কাছে কি পরিমান স্বর্ণ ম জুদ আছে তা প্রকাশ করতে হবে। মজুদ স্বর্ণের ট্যাক্স দিতে হবে। তাহলেই মজুদ স্বর্ণ বৈধ হবে।
তিনি আরো বলেন, ‘পদ্ধতিগত ত্রুটির কারণ অনেক সময় স্বর্ণ ব্যবসায়ীরা বিপদে পরে। সরকার যে স্বর্ণ ব্যবসায় নীতিমালা করেছে এতে স্বর্ণ
ব্যবসায়ীদের্ দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এ দাবি এ সরকার পূরণ করেছে । অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক ও এফবিসিসিআই এর পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা।
তিনি বলেন,স্বর্ণ ব্যবসায়ী সংগঠনের ৪৬ বছরে কোনো নীতিমালা হয়নি। বর্তমান কমিটির প্রস্তাবে সরকার স্বর্ণ ব্যবসা নীতিমালা প্রনয়ন করেছে। ব্যবসায়ীদের ২টি জিনিস খেয়াল করতে হবে। এক গুণগত মান দু’ নীতিমালা। দীর্ঘ প্রতিক্ষার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বর্ণ ব্যবসায়ীদের দাবি মেনে নিয়েছে। অবশেষে স্বর্ণ ব্যবসায়ি নীতিমালা কেবিনেট মিটিং এ পাশ হয়েছে।
বাংলাদেশ যতদিন থাকবে ততোদিন শেখ মজিবের নাম থাকবে। আর দেশের স্বর্ণ ব্যবসায়ীরা যতদিন থাকবে ততোদিন শেখ হাসিনার নাম মনে রাখবে। জুয়েলারি সমিতি শুধু নামে সীমাবদ্ধ নয়,ভোক্তার অধিকারে মনোনিবেশ করতে হবে। ক্রেতাকে ঠকানো যাবে না।
অভিষেক অনুষ্ঠানের আলোচনা সভায় জেলা জুয়েলার্স সমিতির সভাপতি মো. মোস্তফা ফুলমিয়ার সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক মানিক পোদ্দারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শরিফ চৌধুরী।
সমিতির পক্ষে বক্তব্য রাখেন জেলা জুয়েলার্স সমিতির সহ সভাপতি জয়রাম রায়,সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, কচুয়া উপজেলা জুয়েলার্স সমিতির সভাপতি গোপাল পোদ্দার,ফরিদগঞ্জ উপজেলা জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক লিটন কুমার দাস।
অভিসিক্ত হলেন যারা নির্বাচিত জেলা জুয়েলার্স সমিতির সভাপতি মো. মোস্তফা ফুল মিয়া, সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, সহ -সভাপতি মানিক জমাদার, জয়রাম রায়, মো. ফারুক স্বর্ণকার সহ- সাধারণ সম্পাদক অজিত সরকার, সাংগঠনিক সস্পাদক মো. নজির আহমেদ, কোষাধ্যক্ষ প্রসেনজিৎ দেব। কার্যকরি সদস্য সুবল সরকার ও খোকন কর্মকার।
প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক
২ নভেম্বর, ২০১৮ শুক্রবার
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur