Home / চাঁদপুর / চাঁদপুরে জাটকা ইলিশ পাচার কালে আটক ৩
arrest...

চাঁদপুরে জাটকা ইলিশ পাচার কালে আটক ৩

চাঁদপুর মডেল থানা পুলিশ অভিযানে কাভার্ড ভ্যানে করে পাচার কালে প্রায় আড়াইশ’ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

বুধবার (৬ মার্চ) ভোরে শহরের ওয়ারলেস বাজার এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রো ন-১৬-২৫ ৮৮ কাভার্ড ভ্যান থেকে জাটকা ইলিশ জব্দ করে। এ সময় পুলিশ গাড়ি চালক, ক্রেতা ও বিক্রেতা সহ তিনজনকে আটক করতে সক্ষম হয়। এছাড়াও জাটকা ইলিশ বহনকৃত কাভার্ড ভ্যানটি থানায় জব্দ করে রাখা হয়েছে।

আটককৃতরা হলো, গাড়ি চালক লক্ষীপুর জেলার গজারিয়া এলাকার সেকান্দর ছৈয়ালের ছেলে তসলিম ছৈয়াল,জাটকা মাছ বিক্রেতা চাঁদপুর হাইমচর উপজেলার জালিয়ার চর এলাকার তারা মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন ও মাছের ক্রেতা ঢাকা যাত্রাবাড়ী মান্নান মোল্লার ছেলে শহীদ মোল্লা।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসিম উদ্দিন জানায়, অতিরিক্ত পুলিশ পুপার (চাঁদপুর সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী কাছে গোপন সংবাদ আসে যে হাইমচর থেকে কাভার ভ্যান বোঝাই জাটকা ইলিশ ঢাকায় পাচার হচ্ছে।

এই সংবাদের ভিত্তিতে সদর সার্কেল স্যারের নির্দেশে ওয়ারলেস বাজার এলাকায় পুলিশ অবস্থান করে জাটকা বোঝাই পিকআপ গাড়ি আটক করতে সক্ষম হয়।

তিনি জানান, জব্দকৃত জাটকা মাছসহ আটক তিনজনকে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে। জাটকা রক্ষা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, ১ মার্চ থেকে ৩০এপ্রিল পর্যন্ত জাটকা ইলিশ সংরক্ষনে চাঁদপুর পদ্মা-মেঘনা নদীতে জাল ফেলা নিষিদ্ধ ঘোষণা করেছেন সরকার।

জেলার মতলব উত্তর উপজেলা ষাটনল থেকে হাইমচর উপজেলা চরভৈরবী হতে লক্ষিপুর জেলার চর আলেকজান্ডার পযর্ন্ত ১০০ কিলোমিটার নদি এলাকা সকল প্রকার জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ করেছে। অথচ সরকারে এই নিষেধাজ্ঞাবে অমান্য করে একশ্রেণীল অসাধু জেলে ও মাছ ব্যবসায়ীরা জাটকা মাছ ক্রয় করে নদী ও সড়ক পথে ঢাকা সহ বিভিন্ন জায়গায় পাচার করছে।

প্রতিবেদক:আশিক বিন রহিম
৬ মার্চ,২০১৯