Home / সারাদেশ / চাঁদপুরে বুলবুলের ক্ষতিরোধে আগাম প্রস্তুতির নির্দেশ দিলেন জেলা প্রশাসক
Mazedur Rahman Khan..
চাঁদপুর জেলা প্রশাক মো. মাজেদুর রহমান খান (ফাইল ছবি)

চাঁদপুরে বুলবুলের ক্ষতিরোধে আগাম প্রস্তুতির নির্দেশ দিলেন জেলা প্রশাসক

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর ক্ষয়ক্ষতি প্রতিরোধে আগাম প্রস্তুতি হিসেবে চাঁদপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বরর শুক্রবার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসকের বাসভবনে এই সভাটি অনুষ্ঠিত হয়।

গুরুত্বপূর্ণ এই সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ারসার্ভিস, স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান,

অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, জেলা স্কাউট কমিশনার অজোয় কুমার ভৌমিক. চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভুইয়াসহ সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ।

সভায় জেলা প্রশাসক তাঁর বক্তব্যে, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে যে কোনো অনাকাঙ্খিত ক্ষয়ক্ষতি প্রতিরোধে জেলার সকল সরকারি ও বেসরকারি দপ্তর কে বিশেষ করে দুর্যোগ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, স্বাস্থ্য বিভাগ, কৃষি, বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, কোষ্টগার্ড, আবহাওয়া অফিস, রোভার, স্কাউট, রেডক্রিসেন্টর স্বেচ্ছাসেবী সদস্যদের প্রস্তুত ও সতর্ক থাকতে বলা হয়।

মানুষের জান- মালের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে। জেলা ও উপজেলার সকল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাদের নিজ নিজ অধিক্ষেত্রে সার্বক্ষণিক খোঁজ -খবর ও দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে। জেলার আটটি উপজেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর জেরার ৩১১ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সরকারি বেসরকারি ১১৩০ জন স্বেচ্ছাসেবক, ৭৫০ জন গ্রাম পুলিশকে প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া জেলার জন্য এই মূহুর্তে ১৮৪ টন চাল, ১.৬১ লক্ষ টাকা, ৭৩৪ বান্ডিল টিন ও পর্যাপ্ত শুকনা খাবার মজুদ রাখা হয়েছে । জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

প্রতিবেদক : আশিক বিন রহিম, ৮ নভেম্বর ২০১৯