চাঁদপুর

যাত্রীদের অভিযোগ শুনতে চাঁদপুরের লঞ্চগুলোতে প্রশাসনের মোবাইল নাম্বার প্রকাশ

চাঁদপুর-ঢাকা রুটে চলাচলককারী যাত্রীবাহী লঞ্চগুলোর দৃশ্যমান স্থানে চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশে প্রশাসনের কর্তা ব্যাক্তিদের নাম্বারযুক্ত সাইনবোর্ড ঝুলানো হয়েছে। 

যাত্রীদের জরুরি প্রয়োজনে সরাসরি যেনো অভিযানে জানাতে পারে সেজন্যে জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের মোবাইল নম্বর সংবলিত তালিকা প্রকাশ করা হয়।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর ফেসবুক ওয়ালে এ তথ্য জানানো হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান জানান, জেলা প্রশাসক চাঁদপুর মহোদয়ের নির্দেশে আজ (২৭ ফেব্রুয়ারি) চাঁদপুর-ঢাকা রুটে চলাচলককারী যাত্রীদের জররুরি পয়োজনে অথবা তাদের যে কোন অভিযোগ থাকলে যাতে সরাসরি তা জানাতে পারেন সেজন্যে জেলার গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর সম্বলিত তালিকা সকল লঞ্চের দৃশ্যমান স্থানে টানিয়ে দেয়া হয়।’

নৌ-পথে চলাচলের সময় অতি জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে জেলা প্রশাসনে টানানো চার্টে যেসব ফোন নাম্বার দেয়া হয়েছে সেগুলো হলো- জেলা প্রশাসক (ডিসি) ০১৭৩০- ০৬৭০৫০, পুলিশ সুপার (এসপি) ০১৭১৩ – ৩৭৩৭০৫, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ০১৭৩০- ০৬৭০৫৩।

ইউএনও চাঁদপুর সদর ০১৭৩০-০৬৭০৬০, ইউএনও মতলব উত্তর ০১৭৩০ ০৬৭০৬৬, ইউএনও মতলব দক্ষিণ ০১৭৩০ ০৬৭০৬৪, এনডিসি ০১৭৩০ ০৬৭০৫৪।

প্রতিবেদক- আবদুল গনি
২৭ ফেব্রুয়ারি, ২০১৯

Share