চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতায় গ্রুপভিত্তিক খেলায় বান্দরবান জেলা দলকে হারিয়ে বিভাগীয় পর্যায়ে সেমি-ফাইনালে উঠেছে চাঁদপুর জেলা দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ খেলায় রোববার গ্রুপের শেষ খেলায় অংশ নেয় এ দু’দল। খেলায় বান্দরবানকে ৮ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন চাঁদপুর জেলা দল। এর সুবাদে চাঁদপুর বিভাগীয় পর্যায়ে সেমি-ফাইনালে ওঠে আসে।
খেলায় টসে জয়লাভ করে চাঁদপুর জেলা দলের অধিনায়ক রাকিব হোসাইন বান্দরবান জেলা দলকে ব্যাট করার আমন্ত্রণ জানান। বান্দরবান ৪৯ ওভার ৪ বলে সব ক’টি উইকেট হারিয়ে ১শ’ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে আহসানুল হক ৭৫ বলে ২২ রান, ইমতিয়াজ আলম ৫১ বলে ১০ ও মোঃ রাজিব ৬৮ বলে ১০ রান করে। বল হাতে চাঁদপুরের অনুরাগ মিত্র ৩টি এবং নাসির আহমেদ ও মোহাম্মদ আলী ২টি করে উইকেট তুলে নেন।
চাঁদপুর জেলা ক্রিকেট দল ১০১ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নেমে মাত্র ১৭ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে ১০৩ রান করে। দলের পক্ষে ওপেনিং ব্যাটসমেন আব্দুল মোতলেব অপরাজিত ৫০ বলে ৫২ রান করে এবং রাকিব হোসেন ১৫ রানে অপরাজিত ছিলো। বল হাতে বান্দরবানের মাহমুদুল হাসান ও দিপন টচংগা ১টি করে উইকেট পায়।
চাঁদপুর জেলা দল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমি-ফাইনালে আগামী সপ্তাহে খেলবে।
চাঁদপুর জেলা অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলের খেলোয়াড়রা হলো : আবদুল মোতলেব, মেহেদী হাসান, তামিম শেখ, রাকিব হোসাইন, অনুরাগ মিত্র, হৃদয় মিজি, নাসির আহমেদ, মোহাম্মদ আলী, মোঃ হাসান, সায়েম হোসাইন ও অর্ণব কুমার।
স্টাফ করেসপন্ডেট
১৪ জানুয়ারি,২০১৯