Home / শীর্ষ সংবাদ / যান চলাচলের অনপুযোগী চাঁদপুর আন্ত:জেলা পৌর বাস টার্মিনালের প্রধান সড়ক
Bus Terminal

যান চলাচলের অনপুযোগী চাঁদপুর আন্ত:জেলা পৌর বাস টার্মিনালের প্রধান সড়ক

চাঁদপুর শহরের আন্ত: জেলা পৌর বাস টার্মিনালের প্রবেশ মুখের প্রধান সড়কটি বেশ কয়েক মাস ধরে খানাখন্দকে একাকার হয়ে আছে। প্রতিদিন শহরের এ টার্মিনাল থেকে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, রায়পুর-লক্ষ্মীপুর, নোয়াখালী, হাজীগঞ্জ, কচুয়া, মতলব, ফরিদগঞ্জ, শাহরাস্তি সহ বিভিন্ন জেলা এবং উপজেলার ছোট-বড় যাত্রীবাহী বাস ছেড়ে যাচ্ছে। অথচ শহরের এ জনগুরুত্বপূর্ণ সড়কটি পড়ে আছে বেহাল অবস্থায়।

সরজমিনে গিয়ে দেখা যায়, বাস স্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে এবং আন্তঃ জেলা বাস টার্মিনালের প্রবেশ মুখ হতে শুরু করে সড়কটির বিভিন্ন স্থানের ইট,বালু, কংক্রিট এবং পীচ ঢালাই উঠে গিয়ে ছোট এবং বড় আকারের অনেক গর্ত সৃষ্টি হয়েছে। আর সে ছোট-বড় গর্তগুলোতে একটু বৃষ্টি হলেই বৃষ্টির পানি জমে তাতে কাদা মাটি পানিতে একাকার হয়ে নোংরা পরিবেশ সৃষ্টি হয়েছে।

আবার রাস্তার এক পাশে বৃষ্টির পানি বিশাল জায়গা জুড়ে জমে থাকার কারণে অনেক সময় চালকরা পানির জন্যে রাস্তা না দেখায় গাড়ি নিয়ে তাদেরকে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে।

এ ব্যাপারে ক’জন চালক অভিযোগ করে চাঁদপুর টাইমসকে বলেন,‘রাস্তার এমন করুণ দশার কারণে আমরা অনেক সময় ঠিকমত গাড়ি নিয়ন্ত্রণে রাখতে পারি না। এ জন্যে কিছু কিছু সময় ছোট-বড় দুর্ঘটনার মুখোমুখিও হতে হয় আমাদেরকে। আর এ সড়কটির ছোট-বড় গর্তগুলোর কারণে চাকা এবং ইঞ্জিনসহ গাড়িরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়।

এছাড়া যখন কোন বাস টার্মিনালের সড়কে প্রবেশ করে তখন সড়কটি গর্ত এবং নিচুর কারনে বাসের পেছনের অংশ চাঁদপুর-কুমিল্লা সড়কের সাথে আঘাত খেয়ে বাসের অনেক ক্ষতি হয়। সে সাথে গ্রাম এবং বিভিন্ন অঞ্চল থেকে আসা যাত্রীদেরকেও অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রাস্তা মেরামতের ব্যাপারে জানতে গিয়ে চাঁদপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিজির সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘এ সড়কটি সংস্কারের বিষয়ে আমি কোন বক্তব্য দিতে পারবো না। জেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদক আছেন তারাই বক্তব্য দিবে,এই বলে তিনি আর কোন বক্তব্য দিতে রাজি হননি।’

সড়কটির সংস্কারের বিষয়ে কথা স্থানীয় কাউন্সিলর বিল্লাল হোসেন মাঝির সাথে তিনি বলেন, ‘এই সড়কটিতে পিচ ঢালাই বেশি দিন টিকে না। এজন্য সড়কটি এবার মজবুত করে মেরামত করা হবে। চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক থেকে শুরু করে বাস টার্মিনাল পর্যন্ত সিডু ঢালাই করা করা হবে। খুব সহসাই সংস্কার কাজ ধরা হবে।’

এ সংক্রান্ত আগের প্রতিবেদন….

খানাখন্দক ও পানিতে টইটম্বুর চাঁদপুর আন্তঃজেলা পৌর বাস টার্মিনাল

 

প্রতিবেদক:কবির হোসেন মিজি
১১ মার্চ,২০১৯