চাঁদপুর

চাঁদপুরে ১১ হাজার ভোল্টের সাথে ভবন নির্মাণ কাজে ব্যবস্থা নিলো পুলিশ

চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র কালীবাড়ি শপথ চত্ত্বর গুয়াখোলা রোডের মাথায় ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার ধারণকৃত খুঁটিসহ গড়ে উঠছে একটি বহুতল ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ।

অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভাবে এই ভবন গড়ে তোলায় গত কয়েক দিন ধরে সামাজিক যোগযোগ মাধ্য ফেসবুক এবং জাতীয় ও স্থানীয় মিডিয়ায় আসার পরও চাঁদপুর পৌরসভা এবং পিডিবি এখনো পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি। তবে বুধবার(২৪ এপ্রিল) পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কাজ বন্ধ রেখে ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

গড়ে উঠা ৩য় তলার পুরো ভবন জুড়ে রয়েছে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার। এতে করে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা হতে পারে। ফ্ল্যাট বিশিষ্ট নির্মিতব্য ভবনটির মালিকনায় রয়েছেন এম এ হাসান লিটন ও মো.জাহাঙ্গীর হোসেন নামের দুই ব্যক্তি।

কালীবাড়ি শপথ চত্ত্বর এলাকায় অবস্থিত বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদের উত্তর পাশে ঝুঁকি নিয়ে এই ভবন নির্মাণ করা হচ্ছে। ইতমধ্যে ৩য় তলার ছাদ ঢালাই সম্পন্ন করা হয়েছে।

এদিকে বিষয়টি জানতে পেরে দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাছিম উদ্দিন ও ওসি তদন্ত হারুনুর রশীদসহ পুলিশ সদস্যরা।

পরে এএসসি জাহেদ পারভেজ চৌধুরী সাংবাদিকদের বলেন, ঝুঁকিপূর্ণ ভবনটির বিষয়ে আমরা আদালতে নোটিশ জারি করেছি।

এছাড়া এ বিষয়টি চাঁদপুর পিডিবি ও পৌরসভা ব্যবস্থা নেওয়ার কথা ছিলো। কিন্তু কেনো নিলো তা বুঝতে পারছিনা। তাই পুলিশের পক্ষ থেকে আমরাই প্রথম ঘটনাস্থলে ছুটে এসেছি। ভবন মালিকরা যেভাবে ভবন নির্মাণ করছে এতে করে এ বিদ্যুতের খুঁটি ও তারের কারণে যে কোনো সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা রয়েছে।

তিনি আরো বলেন, ইমারত নির্মাণ আইনের বিধিমালা রয়েছে। ভবন নির্মাণ মালিকরা সে বিধিমালা লংঘন করে ভবন নির্মাণ করছে। ইমরাত নির্মাণ আইনে ১৫ ধারায় উল্লেখ আছে যেখানে বিদ্যুতের লাইন থাকবে, তা থেকে দূরত্ব বজায় রেখে ভবন নির্মাণ করতে হবে। কিন্তু এই ভবন মালিকরা সেই আইনের তোয়াক্কাই করছে না। বিদ্যুতের লাইন থেকে দূরত্ব বজায় রেখে ভবন নির্মাণের জন্য আমরা আদালতে লিখিত দিয়েছি। আদালত যে ব্যবস্থা নিবে তা ভবন নির্মাণকারীদেরকে মানতে হবে।

এ বিষয়ে পিডিবির নির্বাহী প্রকৌশলী এস এম ইকবাল হোসাইন জানান, ভবন মালিক পক্ষকে নোটিশ করা হয়েছে। যাতে নিয়ম মেনে ভবন করে। বিদ্যুতের খুঁটি থেকে কমপক্ষে একফুট নিরাপদ দূরত্ব রেখে ভবন করার জন্যে।

প্রতিবেদক:শরীফুল ইসলাম
২৪ এপ্রিল ২০১৯

Share