Home / চাঁদপুর / চাঁদপুরে একটি আসন বাদে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা
চাঁদপুরে একটি আসন বাদে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

চাঁদপুরে একটি আসন বাদে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ১টি (চাঁদপুর-৩) আসন বাদ রেখে ২০৬ জন দলীয় প্রার্থীর মনোনয়নের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চূড়ান্ত এই প্রার্থী তালিকা ঘোষণা করেন।

এতে চাঁদপুর-১  কচুয়া আসনে মোশারফ হোসেন,চাঁদপুর-২ মতলব উত্তর-দক্ষিণ আসনে ড. জালালউদ্দিন, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে এমএ হান্নান ও চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহারাস্তি আসনে   ইঞ্জিনিয়ার মমিনুল হকের নাম ঘোষণা করা হয়।

অপরদিকে ঐক্যফ্রন্ট এবং ২০ দলের বাকি প্রার্থীদের তালিকা শনিবার জানানো হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম।

এতে করে চাঁদপুরের গুরুত্বপূর্ণ সদর (চাঁদপুর-৩) আসনটিতে কে  ধানের শীষের প্রার্থী তা নিয়ে ধোয়াশা সৃষ্টি হয়েছে। কারণ এই আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেবিওয়েট প্রার্থীদের পাশাপাশি
ঐক্যফ্রন্টেরও বেশ কয়েকজন হেবিওয়েট প্রার্থী রয়েছে।

তারা হলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির কমিটির প্রাবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, এলডিপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি প্রফেসর আব্দুল্লাহ, নাগরীক ঐক্যের কেন্দ্রীয় নেতা অ্যাড ফজলুল হক সরকার,গণফোরামের জেলা সভাপতি অ্যাড. সেলিম আকবর।


এদিকে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের বিএনপির প্রার্থীর চূড়ান্ত নাম ঘোষণা না হওয়ায় এ আসনের শক্ত মনোনয়ন প্রত্যাশী শেখ ফরিদ আহমেদ মানিক সমর্থকদের মাঝে চাপা ক্ষোভ আর উৎকণ্ঠা দেখা দিয়েছে।

দলটির বহু নেতাকর্মীদের সাথে আলাপ করে জানা গেছে তারা কিছুতেই গুরুত্বপূর্ণ এই আসনে
বিএনপি ছাড়া অন্য কোনো প্রার্থী মেনে নিবে না।

প্রতিবেদক:  আশিক বিন রহিম 

Leave a Reply