চাঁদপুর

চাঁদপুর বালিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

চাঁদপুর সদরের বালিয়া বাজার ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ ব্যবসা-প্রতিষ্ঠান মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।

শনিবার(৯ মার্চ) দিনগত রাত পৌনে ১২টার সময় ৯নং বালিয়া ইউনিয়নে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত ব্যবসা-প্রতিষ্ঠানগুলো হচ্ছে, আব্দুল মজিদের মুদি দোকান, ডাক্তার আবু বকর ভূঁইয়া ও সুলতান কবিরাজের ঔষধ ফার্মেসী, মোশারফ হোসেনের স্টেশনারী ও ফলের দোকান, রাখাল বাবুর সার ও কীটনাশকের দোকান, রাহুল শীলের সেলুন ও শাহ আলম কাজির মোদির দোকান। এই প্রতিষ্ঠানগুলোর সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চাঁদপুর টাইমসকে জানান, শনিবার রাতে তারা প্রতিদিনের ন্যায় দোকানপাট বন্ধ করে বাসায় চলে যায়। পরে রাত পৌনে ১২টার সময় পাশের বালিয়া অদর্শ উচ্চ বিদ্যালয়ের নাইটগার্ড কামাল ঢালী প্রথমে আগুণ দেখতে পেয়ে চিৎকার করে ওঠে এবং বাজারের অন্যান্য ব্যবসায়ীদের ঘুম থেকে জাগিয়ে তুলে।

চাঁদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ চাঁদপুর টাইমসকে জানান, ‘আগুণ লাগার খবর পাওয়ার সাথে সাথে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে পৌছে। পরে স্থানীয়দের সহায়তায় একঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেতে সক্ষম হয়েছি।

তিনি আরও জানান, ‘তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নির্ধারণ করা যাবে’।

বালিয়া ইউপির চেয়ারম্যান তাজুল ইসলাম মিজি চাঁদপুর টাইমসকে জানান,‘খবর পেয়ে রাতেই আমি ঘটনাস্থলে ছুটে আসি। বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী তাৎক্ষণিক ভুমিকা না নিলে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যেতো।’

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে বৈদুৎতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

প্রতিবেদক:আশিক বিন রহিম
১০ মার্চ,২০১৯

Share