চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে ছিনতাইকারীকে আটক করা হয়েছে। রোববার রাতে চাঁদপুর শহরের নিউ ট্রাকরোড এলাকার রহমতপুর কলোনীর চিহ্নিত ছিনতাইকারী ইউছুফ ঢালীকে আটক করেন মডেল থানার উপ-পরিদর্শক এস,আই অনুপ চক্রবর্তী।
সোমাবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আটকৃতের বিষয়ে প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী।
তিনি সাংবাদিকদের জানান, নিউ ট্রাকরোড এলাকায় খান বাড়ির সামনে জননী মেডিকেল হলের কর্মচারী রতনের কাছে থেকে ইউসুফ ও রাসেল নামে দুই ছিনতাইকারী দুইটি মোবাইল ও নগদ ৮ শত টাকা ছিনতাই করে নিয়ে যায়।
স্থানীয়রা বিষয়টি আমাকে অবহিত করলে তাৎক্ষনিক আমি মডেল থানার এসআই অনুপ চক্রবর্তী কে ঘটনাস্থলে পাঠালে সে ইউসুফকে আটক করতে সাক্ষম হন। অন্যজন পালিয়ে যায়।
প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন, অফিসার ইনর্চাজ মো. নাসিম উদ্দিন, ইন্সপেক্টর (তদন্ত) হারুনুর রশিদ, ইন্সপেক্টর মনির আহম্মেদ, আব্দুর বর, এসআই অনুপ চক্রবর্তী প্রমুখ।
প্রতিবেদক:শরীফুল ইসলাম
২৫ ফেব্রুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur