ঐতিহাসিক মজিবনগর দিবস উদযাপনে চাঁদপুরে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান।
তিনি জাতির জনককে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন আজকে বাংলাদেশের মুক্তিযোদ্ধা কিরুপ নিবে তার ব্যাপারে যা যা ঘটেছিল তা বুঝতে পারা যায় ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে গেলে। জাতির পিতা বঙ্গবন্ধু এদেশকে নিয়ে এদেশের মানুষকে নিয়ে যেই স্বপ্ন দেখেছিলেন তা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আজকে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তারই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষে কাজ করছেন। এদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নে গড়া বাংলাদেশ করতে আমরাও আমাদের কাজের মাধ্যমে এ দেশকে এগিয়ে নিয়ে যাবো।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শওকত ওসমানেরর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সুপার) মো: মিজানুর রহমান, আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযুদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন চাঁদপুর বির্তক একাডেমীর অধ্যক্ষ ও বিশিষ্ট ছড়াকার ডা. পীযুষ কান্তি বড়ুয়া।
অনুষ্ঠানে জেলা শিল্প ককলা একাডেমী, নৃত্যাঙ্গন ও নৃত্যধারার শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শিল্পীরা হলেন মৌমিতা আচার্যী মৃনাল সরকার সাফানা নামরীন হোসেন সেধা। নৃত্য পরিচালনায় চিলেন রুমা সরকার ও সোমা দত্ত।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
১৭ এপ্রিল, ২০১৯